বিপিএলের শেষ হয়নি এখনও। এরইমাঝে উত্তাপ পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক ব্যস্ততার। মার্চের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন মুশফিকরা। আর নারী ক্রিকেটাররা প্রস্তুত হচ্ছেন ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের জন্য। সেই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। যদিও এখনও সূচি চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে অ্যালিসা হিলির দল। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব পারফরম্যান্স ফর উইমেন্স অ্যান্ড ন্যাশনাল সিলেক্টর শন ফ্লেগলার বলেন, ‘সেপ্টেম্বরে বাংলাদেশে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায়, এই সফরটি আমাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের এবং বছরের শেষের দিকে আমরা যে পরিস্থিতি এবং উইকেটের মুখোমুখি হতে পারি তার সঙ্গে পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।’
অস্ট্রেলিয়ার স্কোয়াড: অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোয়েবে লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনিউক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লায়েমিঙ্ক।