ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাইডেনের চেয়ে মিশেল ওবামাকে পছন্দ সমর্থকদের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪০৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জো বাইডেনের চেয়ে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বেশি পছন্দ সমর্থকদের। স্থানীয় সময় সোমবার মার্কিন জরিপ সংস্থা রামুসেন রিপোর্টস প্রকাশিত একটি জরিপে এমনটি দেখা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জরিপে বলা হয়, ডেমোক্রেটিক ভোটারদের ৪৮ শতাংশ ভোট পড়েছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে প্রার্থী হিসেবে দেখতে চান না। আগামী নভেম্বর মাসে রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে প্রার্থী হিসেবে কাকে পছন্দ তা জানতে এই জরিপটির ব্যবস্থা করা হয়েছিল।

এদিকে জরিপে বাইডেনের পরিবর্তে প্রেসিডেন্ট প্রার্থী পদে মিশেল ওবামাকেই এগিয়ে রেখেছেন সমর্থকরা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী পেয়েছেন ২০ শতাংশ ভোট। এই দৌড়ে ছিলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোম ও মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার।

মিশেলের পর কমলা হ্যারিসকে চাইছেন ডেমোক্রেটিক সমর্থকরা, তারপর তৃতীয় পছন্দ হিলারি ক্লিন্টন। তাঁরা ১৫ শতাংশ ও ১২ শতাংশ ভোট পেয়েছেন যথাক্রমে। এর আগে মিশেল ওবামার নাম নিয়ে বারবার চর্চা হলেও তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে লড়াই করেননি কখনও।

সংশ্লিষ্টরা মনে করছেন, গত বারের মতো এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও জো বাইডেনের বিরুদ্ধে লড়াই করবেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

বাইডেনের চেয়ে মিশেল ওবামাকে পছন্দ সমর্থকদের

আপডেট সময় : ০৮:০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জো বাইডেনের চেয়ে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বেশি পছন্দ সমর্থকদের। স্থানীয় সময় সোমবার মার্কিন জরিপ সংস্থা রামুসেন রিপোর্টস প্রকাশিত একটি জরিপে এমনটি দেখা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জরিপে বলা হয়, ডেমোক্রেটিক ভোটারদের ৪৮ শতাংশ ভোট পড়েছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে প্রার্থী হিসেবে দেখতে চান না। আগামী নভেম্বর মাসে রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে প্রার্থী হিসেবে কাকে পছন্দ তা জানতে এই জরিপটির ব্যবস্থা করা হয়েছিল।

এদিকে জরিপে বাইডেনের পরিবর্তে প্রেসিডেন্ট প্রার্থী পদে মিশেল ওবামাকেই এগিয়ে রেখেছেন সমর্থকরা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী পেয়েছেন ২০ শতাংশ ভোট। এই দৌড়ে ছিলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোম ও মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার।

মিশেলের পর কমলা হ্যারিসকে চাইছেন ডেমোক্রেটিক সমর্থকরা, তারপর তৃতীয় পছন্দ হিলারি ক্লিন্টন। তাঁরা ১৫ শতাংশ ও ১২ শতাংশ ভোট পেয়েছেন যথাক্রমে। এর আগে মিশেল ওবামার নাম নিয়ে বারবার চর্চা হলেও তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে লড়াই করেননি কখনও।

সংশ্লিষ্টরা মনে করছেন, গত বারের মতো এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও জো বাইডেনের বিরুদ্ধে লড়াই করবেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।