রাশিয়ায় ৬,৭০০ কনটেইনার গোলা পাঠিয়েছে উত্তর কোরিয়া
- আপডেট সময় : ০৮:১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৪ বার পড়া হয়েছে
রাশিয়ায় ৬ হাজার ৭০০ কনটেইনারে করে কয়েক লাখ গোলা পাঠিয়েছে উত্তর কোরিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোকে সহায়তা করতে গত বছর জুলাই থেকে এসব গোলা পাঠানো হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিকের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ইওনহাপ।
গত সোমবার স্থানীয় সংবাদমাধ্যমে এক ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক বলেন, ‘কনটেইনারগুলোতে ৩০ লাখের বেশি ১৫২ এমএম কিংবা ৫ লাখ রাউন্ড ১২২ এমএম আর্টিলারি শেল রয়েছে। সম্ভবত দুই ধরনের গোলা মেশানো থাকতে পারে।’
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘উত্তর কোরিয়ার কয়েক শ অস্ত্র কারখানা কাঁচামাল ও বিদ্যুতের অভাবে সক্ষমতার মাত্র ৩০ শতাংশ গোলা তৈরি করতে পারছে। অথচ রাশিয়ার জন্য গোলা তৈরির কাজ ‘পুরোদমে’ চলছে।’
পিয়ংইয়ং ও মস্কোর বিরুদ্ধে অস্ত্র ব্যবসার এমন অভিযোগ করেছে সিউল ও ওয়াশিংটন। একইসঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহের বিষয়ে নিন্দা জানিয়েছে মিত্র দেশ দুটি।
এদিকে উত্তর কোরিয়া ও রাশিয়া দুই দেশই পারস্পরিক সামরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আনা অস্ত্র ব্যবসার অভিযোগ অস্বীকার করেছে।