ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পুলিশের ওপর মানুষের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪১৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের ওপর মানুষের আস্থা ফিরে এসেছে। তাই সাধারণ মানুষকে আপনজন হিসেবে বিবেচনা করে দায়িত্ব পালন করেতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সপ্তাহ উপলক্ষে নিজ কার্যালয়ে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আসার পর জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি। আমাদের শান্তি শৃঙ্খলা, জনগণের আর্থসামাজিক উন্নয়ন করা আমাদের লক্ষ্য। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাই। সেই লক্ষ্য নিয়ে আমরা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। প্রতিবার ইশতেহার বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। ২০০৯ সালের সরকার গঠনের পর থেকে আমরা সরকারে আছি, একটা স্থিতিশীল পরিবেশ, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ।

তিনি বলেন, স্থিতিশীল পরিবেশ আছে বলেই দেশে উন্নতি হচ্ছে। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের উপর মানবতাবিরোধী অপরাধ হচ্ছে। সেখানে যে হামলা হচ্ছে, গণগত্যা হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এর ধাক্কা বাংলাদেশেসহ সব জায়গায় পড়েছে।

শেখ হাসিনা বলেন, প্রযুক্তির বিকাশের সাথে নতুন নতুন অপরাধও হচ্ছে। এসব রোধে পুলিশ বাহিনী যেন প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, পুলিশকে মানুষ আস্থা ও বন্ধু হিসেবে বিবেচনা করে। তাই সবাইকে আপনজন হিসেবে বিবেচনা করে দায়িত্ব পালন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে যেন কেউ পুলিশের ওপর আক্রমণ না করতে পারে এবং রাজনীতির নামে আইন নিজের হাতে তুলে মানুষের জান মালের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে পুলিশকে অবিচল থাকতে হবে। পুলিশকে যখনই যেটার দরকার সেই ভূমিকা পালন করতে হবে।

সরকার প্রধান জানান, প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে অপরাধের ধরন পাল্টাচ্ছে, সেগুলো যথাযথভাবে মোকাবেলা করতে পুলিশ বাহিনী যেন প্রস্তুত থাকে সেজন্য সরকার যত্নবান।

নিউজটি শেয়ার করুন

পুলিশের ওপর মানুষের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

পুলিশের ওপর মানুষের আস্থা ফিরে এসেছে। তাই সাধারণ মানুষকে আপনজন হিসেবে বিবেচনা করে দায়িত্ব পালন করেতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সপ্তাহ উপলক্ষে নিজ কার্যালয়ে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আসার পর জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি। আমাদের শান্তি শৃঙ্খলা, জনগণের আর্থসামাজিক উন্নয়ন করা আমাদের লক্ষ্য। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাই। সেই লক্ষ্য নিয়ে আমরা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। প্রতিবার ইশতেহার বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। ২০০৯ সালের সরকার গঠনের পর থেকে আমরা সরকারে আছি, একটা স্থিতিশীল পরিবেশ, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ।

তিনি বলেন, স্থিতিশীল পরিবেশ আছে বলেই দেশে উন্নতি হচ্ছে। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের উপর মানবতাবিরোধী অপরাধ হচ্ছে। সেখানে যে হামলা হচ্ছে, গণগত্যা হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এর ধাক্কা বাংলাদেশেসহ সব জায়গায় পড়েছে।

শেখ হাসিনা বলেন, প্রযুক্তির বিকাশের সাথে নতুন নতুন অপরাধও হচ্ছে। এসব রোধে পুলিশ বাহিনী যেন প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, পুলিশকে মানুষ আস্থা ও বন্ধু হিসেবে বিবেচনা করে। তাই সবাইকে আপনজন হিসেবে বিবেচনা করে দায়িত্ব পালন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে যেন কেউ পুলিশের ওপর আক্রমণ না করতে পারে এবং রাজনীতির নামে আইন নিজের হাতে তুলে মানুষের জান মালের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে পুলিশকে অবিচল থাকতে হবে। পুলিশকে যখনই যেটার দরকার সেই ভূমিকা পালন করতে হবে।

সরকার প্রধান জানান, প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে অপরাধের ধরন পাল্টাচ্ছে, সেগুলো যথাযথভাবে মোকাবেলা করতে পুলিশ বাহিনী যেন প্রস্তুত থাকে সেজন্য সরকার যত্নবান।