রাজধানীর ব্যস্ততম এলাকা বেইলি রোড এখন শোকে স্তব্ধ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বহুতল ভবনে আগুনের ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৬ জন। এ ঘটনায় শোকে স্তব্ধ পুরো বাংলাদেশ। আহতদের অবস্থাও শঙ্কামুক্ত নয়। বেইলি রোডের আগুন ঘটনা বিশ্বগণমাধ্যমেও ফলাও করে প্রচার করা হয়। পুরো দেশের মতো শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও।
শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। তার আগে হৃদয়বিদারক এই ঘটনার দাগ কেটেছে ক্রিকেটারদের হৃদয়েও। প্রয়াতদের প্রতি শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা।
যেখানে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের মতো তারকারা রয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম লিখেছেন, বেইলি রোডের ঘটনায় বিদেহী আত্মাদের মাগফিরাত কামনা করি। আমাদের বদলানো উচিত, নয়তো কখনও পরিবর্তন হবে না।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটির একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে কিছু লেখা না থাকলেও, পোস্ট করা ছবিতে লেখা রয়েছে, আমরা শোকাহত, বেইলি রোড ট্র্যাজিডিতে হতাহতদের প্রতি রইল সহানুভুতি এবং প্রার্থনা। আর পরিবারের জন্য রইল সমবেদনা।
বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন, আসসালামুআলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন হারানোদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।’
জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ঢাকার বেইলি রোডের একটি ভবনে ঘটা মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এই দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং কঠিন সময়ের মধ্যে যাওয়া তাদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার গভীর সমবেদনা। সঙ্গে ভয়ংকর এই অগ্নিকাণ্ডে আহত অবস্থায় হাসপাতালে থাকা সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।’
শোকবার্তায় টাইগার পেসার তাসকিন আহমেদ লিখেছেন, বেইলি রোড ট্র্যাজেডির খবরে আমি গভীরভাবে শোকাহত। বিদেহী আত্মার প্রতি আমার প্রার্থনা। আর যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।