ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সেনাবাহিনী সেবার মানসিকতার নিয়ে জনপ্রত্যাশা পূরণ করবে: সেনাপ্রধান

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • / ৪০৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘ইতোমধ্যেই সেনাবাহিনী দেশ ও বিদেশে পেশাদারিত্ব দেখিয়ে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সেবার মানসিকতা নিয়ে দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করবে।’

শুক্রবার বিকেলে রাজশাহীর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক দিক-নির্দেশনা ও সকল প্রকার সহায়তার জন্য সেনাপ্রধান ধন্যবাদ জানান। সেইসঙ্গে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।

সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ভূমিকার প্রশংসনীয়।’

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এর আগে আজ বিকেলে সেনাবাহিনী প্রধান রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে পৌঁছান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। কেককাটা ও উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর সেনাপ্রধান বীর মিউজিয়াম গ্রাউন্ডে বীর ইউনিটগুলোর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়াও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত রশি টানা প্রতিযোগিতা, শারীরিক কসরত প্রশিক্ষণ, হিউম্যান পিরামিড ও বাদ্যযন্ত্রের মুর্চ্ছনা উপভোগ করেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য রাখবেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

সেনাবাহিনী সেবার মানসিকতার নিয়ে জনপ্রত্যাশা পূরণ করবে: সেনাপ্রধান

আপডেট সময় : ০১:৫৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘ইতোমধ্যেই সেনাবাহিনী দেশ ও বিদেশে পেশাদারিত্ব দেখিয়ে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সেবার মানসিকতা নিয়ে দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করবে।’

শুক্রবার বিকেলে রাজশাহীর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক দিক-নির্দেশনা ও সকল প্রকার সহায়তার জন্য সেনাপ্রধান ধন্যবাদ জানান। সেইসঙ্গে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।

সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ভূমিকার প্রশংসনীয়।’

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এর আগে আজ বিকেলে সেনাবাহিনী প্রধান রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে পৌঁছান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। কেককাটা ও উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর সেনাপ্রধান বীর মিউজিয়াম গ্রাউন্ডে বীর ইউনিটগুলোর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়াও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত রশি টানা প্রতিযোগিতা, শারীরিক কসরত প্রশিক্ষণ, হিউম্যান পিরামিড ও বাদ্যযন্ত্রের মুর্চ্ছনা উপভোগ করেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য রাখবেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।