পদাতিক নাট্য সংসদের পাবনা কমিউনিটি হাসপাতাল পরির্দশন
![](https://71newsbd.com/wp-content/uploads/2023/09/cropped-71_new_logo-1.png)
- আপডেট সময় : ০৫:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ৪৯১ বার পড়া হয়েছে
![](https://71newsbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
শনিবার (২ মার্চ) পাবনা কমিউনিটি হাসপাতালে পরির্দশন করেছেন পদাতিক নাট্য সংসদের সদস্যবৃন্দ। এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতালের ট্রাষ্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী হাবিবুর রহমান।
সভায় তিনি বলেন স্বাস্থ্য সেবার পাশাপাশি সাংস্কৃতি কার্যক্রম মানুষের প্রয়োজন রয়েছে। আপনারা আমরা একসাথে কাজ করলে আরও ভালোভাবে স্বাস্থ্য সেবা ও সাংস্কৃতি অঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। তিনি ঢাকা কমিউনিটি হাসপাতালের ট্রাষ্টের ও পাবনা কমিউনিটি হাসপাতালের কাযক্রম তুলে ধরেন।
আলোচনা সভা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শারমিনা বানু (নির্বাহী পরিচালক, উন্নয়ন বিভাগ),মোঃ ওয়াকার হোসেন তপন পরিচালক, গণসংযোগ বিভাগ), প্র.ডাঃ মোঃ রিয়াজুল হক রেজা (উপদেষ্টা, পাবনা কমিউনিটি হাসপাতাল), কাজী সারোয়ার রহমান মুকুট (পরিচালক পিসিসি), এস.মুস্তকিম সবুজ (পরিচালক, পাবনা কমিউনিটি ক্লিনিক) এবং ঢাকা কমিউনিটি হাসপাতালের ও পাবনা কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক করমকর্তা বৃন্দ।