মুশফিক-রিয়াদকে শিরোপা উৎসর্গ করলেন তামিম
- আপডেট সময় : ০৬:০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ৩৯৫ বার পড়া হয়েছে
বিপিএলের প্রথম ম্যাচ জয়ের পর টানা তিন ম্যাচ হেরে নিজেদের হারিয়ে খুঁজেছিল ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দলটি শুধু ঘুরে দাঁড়ায় নি, শিরোপাও তাদের ঘরে তুলেছে। ২০২২ সালে সাকিবের অধীনে ফাইনাল খেলেও হতাশা নিয়ে মাঠ ছেড়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে এবার কুমিল্লাকে দাপটের সঙ্গে ৬ উইকেটে হারিয়ে তামিম তাঁর দলের প্রথম বিপিএল শিরোপা নিশ্চিত করেছে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হঠাৎ তামিম ইকবাল দলের দুই সতীর্থ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে মঞ্চে ডাকেন। অনেকেই হয়তো তখন অবাক হয়েছিলেন। তবে কারণটা তামিম নিজেই কিছুক্ষণের মাঝে খোলাসা করেন। বিপিএলের শিরোপা দুই অভিজ্ঞ ক্রিকেটারকে উৎসর্গ করেন তামিম।
তামিমের এটি দ্বিতীয় বিপিএল শিরোপা হলেও মুশফিক ও রিয়াদের জন্য এটি প্রথম বিপিএল শিরোপা ছিল। তামিম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বললেন, শিরোপা জিততে পারলে মুশফিক-মাহমুদউল্লাহকে উৎসর্গ করার কথা তিনি আগেই ভেবে রেখেছিলেন।
‘অবশ্যই সব ট্রফিই দারুণ অনুভূতি দেয়। এবার একটু ভিন্ন চ্যালেঞ্জ ছিল। আমাদের দলে এমন কয়েকজন ছিল কিছু তরুণ ক্রিকেটার মিরাজ বলেন সৌম্য বলেন। দুইজন সিনিয়র রিয়াদ ভাই আর মুশফিক। তারা দেশকে অনেক অনেক সার্ভিস দিয়েছে কিন্তু এই ট্রফিটা পায় নাই। আমার নিজেরই ওটা ছিল যে আল্লাহ যদি আমাদের এই জিনিসটা দেয় তাহলে আমি তাদের এই ট্রফিটা উৎসর্গ করব। আমি জানি মিরাজ, সৌম্য, তাইজুলদের অনেক সময় আছে অনেক ট্রফি জেতার। রিয়াদ ভাই মুশফিক ভাই হয়ত খেলা চালিয়ে যাবেন কিন্তু বাকিদের মত এত বেশি সময় ধরে নয়। এই কারণেই আমি তাদের আমার প্রেজেন্টেশনের সময় ওদের নিয়ে গেছি। আমি চেয়েছিলাম এটি খুব করে। তারা খুব কাছে গিয়েও জিততে পারেনি। এটা একটা চ্যালেঞ্জ ছিল। খুবই খুশি।’
মুশফিক তামিমকে ক্রিকেটার হিসেবে মাঠের খেলাতে অনেকটাই নির্ভার থাকতে দিয়েছে বলে জানিয়েছেন বরিশালের অধিনায়ক। তামিম বলেন, ‘আমরা অনেক সময় কৃতিত্ব সবাইকে ঠিকভাবে দেই না। যার যতটুকু প্রাপ্য, কৃতিত্ব দেওয়া উচিত। এই টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন আমি মুশফিককে গিয়ে বলি, ‘তুই কি মাঠের ব্যাপারগুলি দেখতে পারি? বোলিং পরিবর্তন, ফিল্ডিং, এসব দেখবি।’ এটা আমাকে দম ফেলার সুযোগ দিয়েছে, কারণ আমি বাইরের ব্যাপারগুলি দেখছিলাম- কোন ক্রিকেটার আসছে, কোন ক্রিকেটার যাচ্ছে, কী হচ্ছে না হচ্ছে , এসব।’
‘মুশফিক অসাধারণ ছিল। ও এই কাজ করাতে আমার ওপর চাপ অনেক কমে গেছে। নিজের ক্রিকেট ও ব্যাটিংয়ে মনোযোগ দিতে পেরেছি। আপনারা খেয়াল করে থাকলে দেখেছেন, ওর সম্পৃক্ততা অনেক ছিল। তাকে ধন্যবাদ জানাতেই হবে। এই ট্রফি আমার চেয়ে কারও বেশি প্রাপ্য থাকলে সেটা মুশফিক। কারণ অনেক ভালো কিছু সে করেছে।’