ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইউক্রেনে একের পর এক এলাকা দখলে নিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • / ৩৯৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের একের পর এক এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে রুশ সেনারা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর আভদিভকার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে বেশকিছু এলাকা নিজেদের দখলে নেয়ার দাবি করেছে মস্কো। রুশ সেনাদের প্রতিহত করা গেলেও পরিস্থিতি কঠিন হচ্ছে বলে দাবি দেশটির সেনাপ্রধানের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অঞ্চলগুলোতে নিজেদের প্রতিরক্ষা ক্ষেত্র টিকিয়ে রাখার চেষ্টা করলেও অস্ত্রের অভাবে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এজন্য সেনাদের পিছু হটার নির্দেশ দেওয়া হচ্ছে। এমনকি পশ্চিমা সহযোগিতা কমে আসায় নিজদের ভূখণ্ড হারাতে হচ্ছে বলেও দাবি করেন ইউক্রেনের সেনাপ্রধান।

ডিপস্টেটইউএ নামে পরিচিত একজন ইউক্রেনীয় সামরিক প্রতিবেদক টেলিগ্রামে লিখেছেন, সেখানে কোনও প্রতিরক্ষা গড়তে পারেননি সেনারা। যোদ্ধাদেরকে বাধ্য হয়ে আভদিভকার যুদ্ধ থেকে প্রত্যাহার করতে হয়েছে।

এমন পরিস্থিতিতে ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে নেদারল্যান্ডস। এতে বলা হয়েছে চলতি বছরসহ আগামী ১০ বছর নেদারল্যান্ডসের থেকে ২১৬ কোটি ডলার প্রতিরক্ষা ও অন্যান্য সহযোগিতা পাবে ইউক্রেন।

এছাড়া ডেনমার্ক ইউক্রেনের জন্য ২০ কোটি ৮০ লাখ ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। পাশাপাশি জার্মানিও একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যার মধ্যে আর্টিলারি শেল এবং ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে গত ২৬ ফেব্রুয়ারি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৫ দেশসহ ২০ দেশের সরকারপ্রধানকে বৈঠক করেন। ইইউ বলছে, ২০২৪ সালের শেষ নাগাদ ১০ লাখ আর্টিলারি শেল তৈরি করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে একের পর এক এলাকা দখলে নিচ্ছে রাশিয়া

আপডেট সময় : ০৬:২৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

ইউক্রেনের একের পর এক এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে রুশ সেনারা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর আভদিভকার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে বেশকিছু এলাকা নিজেদের দখলে নেয়ার দাবি করেছে মস্কো। রুশ সেনাদের প্রতিহত করা গেলেও পরিস্থিতি কঠিন হচ্ছে বলে দাবি দেশটির সেনাপ্রধানের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অঞ্চলগুলোতে নিজেদের প্রতিরক্ষা ক্ষেত্র টিকিয়ে রাখার চেষ্টা করলেও অস্ত্রের অভাবে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এজন্য সেনাদের পিছু হটার নির্দেশ দেওয়া হচ্ছে। এমনকি পশ্চিমা সহযোগিতা কমে আসায় নিজদের ভূখণ্ড হারাতে হচ্ছে বলেও দাবি করেন ইউক্রেনের সেনাপ্রধান।

ডিপস্টেটইউএ নামে পরিচিত একজন ইউক্রেনীয় সামরিক প্রতিবেদক টেলিগ্রামে লিখেছেন, সেখানে কোনও প্রতিরক্ষা গড়তে পারেননি সেনারা। যোদ্ধাদেরকে বাধ্য হয়ে আভদিভকার যুদ্ধ থেকে প্রত্যাহার করতে হয়েছে।

এমন পরিস্থিতিতে ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে নেদারল্যান্ডস। এতে বলা হয়েছে চলতি বছরসহ আগামী ১০ বছর নেদারল্যান্ডসের থেকে ২১৬ কোটি ডলার প্রতিরক্ষা ও অন্যান্য সহযোগিতা পাবে ইউক্রেন।

এছাড়া ডেনমার্ক ইউক্রেনের জন্য ২০ কোটি ৮০ লাখ ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। পাশাপাশি জার্মানিও একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যার মধ্যে আর্টিলারি শেল এবং ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে গত ২৬ ফেব্রুয়ারি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৫ দেশসহ ২০ দেশের সরকারপ্রধানকে বৈঠক করেন। ইইউ বলছে, ২০২৪ সালের শেষ নাগাদ ১০ লাখ আর্টিলারি শেল তৈরি করতে পারবে।