ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গণপূর্ত, রাজউকসহ সবাইকে আরও কঠোর হওয়া প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • / ৪৬০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ভবনগুলোয় আগুন লাগার ঘটনায় গণপূর্ত, রাজউক সবাইকে আরও কঠোর হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ভবন অনুমোদন দেয়ার ক্ষেত্রে আরও পরীক্ষা নিরীক্ষা দরকার।

হোটেল রেডিসনে শনিবার (২ মার্চ) বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বেইলি রোডের একটি ভবনে ভয়াবহ আগুন ও অর্ধশতাধিক মানুষের মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘গণপূর্ত, রাজউক সবাইকে আরও কঠোর হওয়া প্রয়োজন। ভবন অনুমোদন দেয়ার ক্ষেত্রে আরও পরীক্ষা নিরীক্ষা দরকার। পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।’

এ সময় চিকিৎসকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের চিকিৎসকদের মান ও অভিজ্ঞতা আছে। তাদের শুধু সুযোগের প্রয়োজন। সেই সুযোগ আমরা করে দেব। এটা আমাদের দায়িত্ব। ডাক্তারদেরকে প্রমোশন দেয়াটাও জরুরি হয়ে গিয়েছে।’

হাসপাতালের নিয়মকানুনের বিষয়ে তিনি বলেন, ‘সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ম মেনে পরিচালনা করতে হবে। অবৈধ হাসপাতালগুলোয় অভিযান চলমান রয়েছে।’

সাধারণ মানুষ যেন সঠিক সেবা পায় সে বিষয়ে সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা তৈরির লক্ষ্যে সরকার কাজ করছে। জীবন চলে গেলে কোনো সংশোধন করার সুযোগ নেই বলে সবাইকে সচেতন থাকতে বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনদিনব্যাপী সায়েন্টিফিক সেমিনারে দেশের স্বাস্থ্যখাত, ওষুধ শিল্পের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা, চ্যালেঞ্জসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে অংশ নিয়েছেন দেশি ও বিদেশি ১ হাজার ৮০০ জন চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন

গণপূর্ত, রাজউকসহ সবাইকে আরও কঠোর হওয়া প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:২৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

রাজধানীর ভবনগুলোয় আগুন লাগার ঘটনায় গণপূর্ত, রাজউক সবাইকে আরও কঠোর হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ভবন অনুমোদন দেয়ার ক্ষেত্রে আরও পরীক্ষা নিরীক্ষা দরকার।

হোটেল রেডিসনে শনিবার (২ মার্চ) বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বেইলি রোডের একটি ভবনে ভয়াবহ আগুন ও অর্ধশতাধিক মানুষের মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘গণপূর্ত, রাজউক সবাইকে আরও কঠোর হওয়া প্রয়োজন। ভবন অনুমোদন দেয়ার ক্ষেত্রে আরও পরীক্ষা নিরীক্ষা দরকার। পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।’

এ সময় চিকিৎসকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের চিকিৎসকদের মান ও অভিজ্ঞতা আছে। তাদের শুধু সুযোগের প্রয়োজন। সেই সুযোগ আমরা করে দেব। এটা আমাদের দায়িত্ব। ডাক্তারদেরকে প্রমোশন দেয়াটাও জরুরি হয়ে গিয়েছে।’

হাসপাতালের নিয়মকানুনের বিষয়ে তিনি বলেন, ‘সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ম মেনে পরিচালনা করতে হবে। অবৈধ হাসপাতালগুলোয় অভিযান চলমান রয়েছে।’

সাধারণ মানুষ যেন সঠিক সেবা পায় সে বিষয়ে সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা তৈরির লক্ষ্যে সরকার কাজ করছে। জীবন চলে গেলে কোনো সংশোধন করার সুযোগ নেই বলে সবাইকে সচেতন থাকতে বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনদিনব্যাপী সায়েন্টিফিক সেমিনারে দেশের স্বাস্থ্যখাত, ওষুধ শিল্পের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা, চ্যালেঞ্জসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে অংশ নিয়েছেন দেশি ও বিদেশি ১ হাজার ৮০০ জন চিকিৎসক।