ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জেল জুলুম দিয়ে বিএনপি নেতাকর্মীদের মনোবল ভাঙ্গতে পারেনি: খসরু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • / ৪৭৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির আন্দোলন চলমান আছে। ফ্যাসিস্ট সরকারে পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। অবৈধ ফ্যাসিস্ট সরকার জেল জুলুম দিয়ে বিএনপি নেতাকর্মীদের মনোবল ভাঙ্গতে পারেনি। বরং আন্দোলনে বিএনপির জয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রমজান মাসেও বিএনপির কর্মসূচি চলমান থাকবে বলেও জানান বিএনপির এ সিনিয়র নেতা।

শনিবার (২ মার্চ) বিকালে চট্টগ্রাম নগরীর দলীয় কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির আহ্বায়ক ডা. শাহাদত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, বিএনপির কেন্দ্রীয় নেতা এসএম ফজলুল হক, উদয় কুসুম বড়ুয়া, আবুল হাসেম বক্কর বক্তব্য রাখেন।

আমীর খসরু বলেন, আন্দোলন শেষ হয়নি অব্যাহত আছে। গুটি কয়েক ভিক্ষুক দল ছাড়া বৃহত্তর কোনো দল ফ্যাসিস্ট সরকারে ভোটে অংশ্রহণ করেনি। ৯৫ শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যায়নি বলে জানান তিনি।

সমাবেশে উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার, বিএনপির কেন্দ্রীয় নেতা এসএম ফজলুল হক, উদয় কুসুম বড়ুয়া, নগর বিএনপির আহবায়ক শাহাদত হোসেন, আবুল হাসেম বক্করসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জেল জুলুম দিয়ে বিএনপি নেতাকর্মীদের মনোবল ভাঙ্গতে পারেনি: খসরু

আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির আন্দোলন চলমান আছে। ফ্যাসিস্ট সরকারে পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। অবৈধ ফ্যাসিস্ট সরকার জেল জুলুম দিয়ে বিএনপি নেতাকর্মীদের মনোবল ভাঙ্গতে পারেনি। বরং আন্দোলনে বিএনপির জয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রমজান মাসেও বিএনপির কর্মসূচি চলমান থাকবে বলেও জানান বিএনপির এ সিনিয়র নেতা।

শনিবার (২ মার্চ) বিকালে চট্টগ্রাম নগরীর দলীয় কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির আহ্বায়ক ডা. শাহাদত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, বিএনপির কেন্দ্রীয় নেতা এসএম ফজলুল হক, উদয় কুসুম বড়ুয়া, আবুল হাসেম বক্কর বক্তব্য রাখেন।

আমীর খসরু বলেন, আন্দোলন শেষ হয়নি অব্যাহত আছে। গুটি কয়েক ভিক্ষুক দল ছাড়া বৃহত্তর কোনো দল ফ্যাসিস্ট সরকারে ভোটে অংশ্রহণ করেনি। ৯৫ শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যায়নি বলে জানান তিনি।

সমাবেশে উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার, বিএনপির কেন্দ্রীয় নেতা এসএম ফজলুল হক, উদয় কুসুম বড়ুয়া, নগর বিএনপির আহবায়ক শাহাদত হোসেন, আবুল হাসেম বক্করসহ অনেকে উপস্থিত ছিলেন।