দুর্নীতির প্রমাণ দিলে এমপি পদ ছাড়বেন সাইফুজ্জামান
- আপডেট সময় : ০৫:৫৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ৪০০ বার পড়া হয়েছে
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, আমেরিকা ও ব্রিটেনে আশির দশক থেকে তাদের পারিবারিক ব্যবসা আছে। দীর্ঘসময়ে সে ব্যবসা বড় হয়েছে। বাংলাদেশ থেকে তিনি কোন টাকা নিয়ে যাননি। বিভিন্ন গণমাধ্যমে বিদেশে তার অর্থ-সম্পত্তি নিয়ে খবর প্রকাশিত হওয়ায় শনিবার সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনে ‘হাজার হাজার কোটি টাকার সম্পদ’ আছে বলে খবর প্রকাশিত হয়। এসব অভিযোগের জবাব দিতে শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হাজির হন সাবেক মন্ত্রী এবং বর্তমানে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, রাজনীতিতে আসার আগে থেকেই তিনি ব্যবসায়ী। পারিবারিক উত্তরাধিকার সূত্রে আমেরিকা থেকে ব্যবসা শুরু করেন আশির দশকে। ব্রিটেনেও তার ব্যবসা আছে। মন্ত্রী হয়ে তিনি সরকারের কোন সুবিধা নেননি। বরং তার দায়িত্বকালে মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন বলে দাবি করেন সাবেক ভূমিমন্ত্রী।
নির্বাচনী হলফনামায় তার বিদেশের সম্পদ উল্লেখ না করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, হলফনামায় বিদেশে ব্যবসা ও সম্পদের কোন তথ্য না চাওয়ায় তিনি তা দেননি।
বাংলাদেশ থেকে টাকা না নিয়ে তিনি বিদেশে ব্যবসা করছেন- এমন দাবি করে সাইফুজ্জামান চৌধুরী প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করার দাবি জানান। এতে এক টাকার দুর্নীতি প্রমাণ হলেও তিনি সংসদ সদস্য পদ ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন।