দেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- / ৪৩০ বার পড়া হয়েছে

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘চিন্তার কোনো কারণ নেই, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে।’ ‘দেশের মানুষ ভালো আছে।’
রাজধানীর সচিবালয়ে রোববার (৩ মার্চ) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেয়াজ আসছে ভারত থেকে। এগুলো আসলে দাম আরও কমে যাবে।
অর্থনীতি ও দেশের মানুষ ভালো আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি তো মনে করি ভালো আছে।
অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী নিয়ে তিনি বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।