ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি দ্রুত আরো আকাশ প্রতিরক্ষা পদ্ধতি সরবরাহ করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলা হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে জেলেনস্কি শনিবার এ আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি বলেছেন, রাশিয়া অব্যাহতভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে।
তিনি আরো বলেছেন, মিত্রদের কাছ থেকে আমাদের আরো আকাশ প্রতিরক্ষা প্রয়োজন। রুশ সন্ত্রাসীদের কাছ থেকে আমাদের জনগণকে রক্ষায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার করা দরকার।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রী ইগোর ক্লিমেনকো টেলিগ্রামে দেয়া এক পোস্টে বলেছেন, ওডেসাতে রুশ সন্ত্রাসীদের হামলায় একটি নয়তলা ভবন ধসে গেছে। এ ঘটনায় প্রায় ১০ জন লোক নিখোঁজ রয়েছে। প্রায় একশ উদ্ধারকর্মী রাতভর কাজ চালিয়ে গেছে।
উল্লেখ্য, গত দুবছরের যুদ্ধে ইউক্রেন বর্তমানে পিছিয়ে রয়েছে এবং মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্যে ৬০ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ আটকে আছে।