জেল ভেঙে পালিয়েছে ৪ হাজার কয়েদি, কারফিউ জারি
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৬:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / ৪০১ বার পড়া হয়েছে
জেল ভেঙে চার হাজারের বেশি কয়েদি পালানোর ঘটনায় জরুরি অবস্থা ও কারফিউ জারি করেছে হাইতি। এই ঘটনায় প্রাণহানি হয়েছে অন্তত ১২ জনের।
শনি ও রোববার হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের প্রধান কারাগার সশস্ত্র গ্যাংয়ের হামলায় হতাহত হয় কারারক্ষীসহ অনেক মানুষ। ব্যাপক সহিংসতার সুযোগে কারাগার থেকে পালায় হাজারো কয়েদি। রাজধানীর কাছাকাছি অবস্থিত আরেকটি কারাগারেও হামলা চালিয়ে কয়েদিদের ছাড়িয়ে নেয় গ্যাং সদস্যরা।
এমন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের স্বার্থে বুধবার পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছে সরকার। সেইসাথে, সন্ধ্যা ছয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বহাল থাকবে কারফিউ।