হোঁচট খেলো বার্সেলোনা
- আপডেট সময় : ০৬:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / ৩৯৮ বার পড়া হয়েছে
এবার স্প্যানিশ লা লিগায় বার্সেলোনাকে আটকে দিলো অ্যাথলেটিক বিলবাও। রবিবার রাতে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচটি বিলবাওয়ের মাঠে গোলশূন্যতে শেষ হয়। এই ড্র’য়ে লিগ টেবিলে জিরোনাকে টপকে দুইয়ে ওঠার সুযোগ হাতছাড়া হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
গত জানুয়ারিতে বিলবাওয়ের মাঠে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনাল ৪-২ গোলে হেরে বিদায় নিয়েছিলো বার্সা। এর আগে গত অক্টোবরে লিগের প্রথম দেখায় বিলবাওকে ঘরের মাঠে ১-০’তে হারিয়েছিলো কাতালান জায়ান্টরা।
রোববার ফিরতি লেগে শুরু থেকেই পজেশন ধরে রেখে আক্রমণে ওঠার চেস্টা করে জাভি হার্নান্দেসের দল। কিন্তু ২৪ মিনিটে ফ্রেংকি ডি ইয়ং আর বিরতির আগে পেদ্রি চোট পেয়ে মাঠ ছাড়লে বার্সার আক্রমণে ধার কমে যায়। দুই মিডফিল্ডারের বদলি নেমে তরুণ ফেরমিন লোপেস ও ১৬ বছরের লামিন ইয়ামাল কাজের কাজ কিছু করতে পারেননি।
৬৬ মিনিটে প্রতিপক্ষের চ্যালেঞ্জে ইয়ামাল বক্সে পড়ে গেলে বার্সার পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। পরে ভিএআরের সাহায্যেও সিদ্ধান্ত বদলায়নি। বাকি সময়ে কিছু হাফ চান্সে গোলরক্ষককে সত্যিকারের পরীক্ষায় ফেলতে পারেনি কোনো দল।
২৭ খেলায় ১৭ জয় ও ৭ ড্র’য়ে ৫৮ পয়েন্ট নিয়ে তিনেই রয়েছে বার্সা। সমান খেলায় এক পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আসরের চমক জিরোনা। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রিয়াল মাদ্রিদ।