পবিত্র রমজান উপলক্ষে আগামী ১০ মার্চ থেকে ঢাকায় ৩০টি কেন্দ্রে ৬০০ টাকা দরে গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান।
আজ সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যঅধিবেশনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মৎস্যমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রমজান উপলক্ষে ঢাকার ৩০ জায়গায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ৬০০ টাকা করে গরুর মাংস বিক্রি করা হবে। এর পাশাপাশি খাসির মাংস ৯০০ টাকা ও ২৮০ টাকা কেজি দরে সলিড ব্রয়লার বিক্রি করা হবে।
মন্ত্রী বলেন, ডিম বিক্রি হবে প্রতিটি ১০ টাকা ৫০ পয়সায়। এ ছাড়াও ঢাকার বাইরে ন্যায্যমূল্যে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের তাগিদ দেওয়া হয়েছে।
আবদুর রহমান বলেন, ঢাকার বাইরে ন্যায্যমূল্যে বিক্রি করার তাগিদ আছে। ব্যবসায়ীদের কাছে অনুরোধ করা হয়েছে আপনারা মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না।
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের ভূমিকা নিয়ে মন্ত্রী বলেন, রমজান মাসে আমরা কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করব। এবার ডিসিরা তাদের সব সামর্থ্য নিয়ে বাজার নিয়ন্ত্রণে একমত হয়েছেন।