ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আট মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স ফেব্রুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • / ৪০১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২১৬ কোটি (২.১৬ বিলিয়ন) মার্কিন ডলার পাঠিয়েছে। যা গত বছরের একই সময়ের চাইতে ৩৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফেব্রুয়ারি মাসে দেশে আসা রেমিটেন্স আগের আট মাসের চাইতে বেশি। সব শেষ গত জুন মাসে ২১৯ কোটি (২.১৯ বিলিয়ন) ডলার রেমিটেন্স এসেছিলো দেশে। গত বছর সব মিলিয়ে ১৩ লাখ ৫ হাজার বাংলাদেশি প্রবাসে কর্মসংস্থানের জন্য যায়। যা আগের বছরের তুলনায় এগার লাখ ৩৫ হাজার বেশি।

এর আগে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কখনও ২ বিলিয়ন ডলার ছাড়ায়নি। গত বছরের ফেব্রুয়ারিতে যা ছিল ১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার, সে হিসাবে ৩৯ শতাংশ বেশি রেমিট্যান্স বেশি এসেছে গত মাসে।

মূলত ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা কম হওয়ায় রেমিট্যান্স কম থাকে। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকের মাধ্যমে ডলারের ভালো দর পাওয়াসহ বিভিন্ন কারণে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। এরপর আগস্টে ১ দশমিক ৫৯ বিলিয়ন, সেপ্টেম্বরে ১ দশমিক ৩৩ বিলিয়ন, অক্টোবরে ১ দশমিক ৯৭ বিলিয়ন, নভেম্বরে ১ দশমিক ৯৩ বিলিয়ন আর ডিসেম্বরে আসে ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে ২ দশমিক ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসীরা।

নিউজটি শেয়ার করুন

আট মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স ফেব্রুয়ারিতে

আপডেট সময় : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

গত ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২১৬ কোটি (২.১৬ বিলিয়ন) মার্কিন ডলার পাঠিয়েছে। যা গত বছরের একই সময়ের চাইতে ৩৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফেব্রুয়ারি মাসে দেশে আসা রেমিটেন্স আগের আট মাসের চাইতে বেশি। সব শেষ গত জুন মাসে ২১৯ কোটি (২.১৯ বিলিয়ন) ডলার রেমিটেন্স এসেছিলো দেশে। গত বছর সব মিলিয়ে ১৩ লাখ ৫ হাজার বাংলাদেশি প্রবাসে কর্মসংস্থানের জন্য যায়। যা আগের বছরের তুলনায় এগার লাখ ৩৫ হাজার বেশি।

এর আগে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কখনও ২ বিলিয়ন ডলার ছাড়ায়নি। গত বছরের ফেব্রুয়ারিতে যা ছিল ১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার, সে হিসাবে ৩৯ শতাংশ বেশি রেমিট্যান্স বেশি এসেছে গত মাসে।

মূলত ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা কম হওয়ায় রেমিট্যান্স কম থাকে। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকের মাধ্যমে ডলারের ভালো দর পাওয়াসহ বিভিন্ন কারণে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। এরপর আগস্টে ১ দশমিক ৫৯ বিলিয়ন, সেপ্টেম্বরে ১ দশমিক ৩৩ বিলিয়ন, অক্টোবরে ১ দশমিক ৯৭ বিলিয়ন, নভেম্বরে ১ দশমিক ৯৩ বিলিয়ন আর ডিসেম্বরে আসে ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে ২ দশমিক ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসীরা।