তুরুপের তাস পেয়েছে আল নাসরের প্রতিপক্ষরা
- আপডেট সময় : ০৫:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ৪০৪ বার পড়া হয়েছে
তুরুপের তাস তাহলে পেয়ে গেছে আল নাসরের প্রতিপক্ষরা। মানে-ভারে আল নাসরের সঙ্গে টেক্কা দেওয়া কঠিন। ক্রিস্টিয়ানো রোনালদো, সাদিও মানে, তালিসকা, ওতাভিও, লাপোর্ত, অসপিনা- চ্যাম্পিয়নস লিগ না হোক, ইউরোপা লিগের শিরোপা দৌড়ে লড়ার মতো এক স্কোয়াড।
এমন এক দলকে গতকাল ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হারিয়ে দিয়েছে আল আইন। আবুধাবির দলটি যখন ১-০ গোলে হারাচ্ছে আল নাসরকে, তখন স্বাগতিক সমর্থকেরা ব্যস্ত ছিলেন রোনালদোকে খেপিয়ে তাঁর মনঃসংযোগ নষ্ট করায়।
কীভাবে? সেটা তো এখন সবার কাছেই পরিষ্কার। মাঠে নিজে বা দল ভালো না খেললে হতাশ হয়ে যান ৩৯ বছর বয়সী মহাতারকা। আর তখন প্রতিপক্ষ সমর্থকেরা তাঁকে আরও খেপিয়ে দিতে স্লোগান দেওয়া শুরু করেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নামে।
গত সপ্তাহে লিগে আল শাবাবের বিপক্ষে আল নাসর ৩-২ গোলে জয় পেয়েছিল। কিন্তু প্রতিপক্ষ সমর্থক হাল ছাড়েননি, মেসির নাম ধরে রোনালদোকে খেপাচ্ছিলেন। ম্যাচ শেষে রোনালদো আল শাবাব গ্যালারির দিকে তাকিয়ে যৌনাঙ্গের সামনে হাত দিয়ে অশ্লীল ভঙ্গি করেন।
এ ঘটনায় তাঁকে জরিমানা করা হয়েছে হাজার সৌদি রিয়াল। রোনালদোর জন্য এই অর্থ মামুলি ব্যাপার হলেও সে সঙ্গ এক ম্যাচ নিষেধাজ্ঞাও জুটেছিল। তাঁর অনুপস্থিতিতে লিগে পরের ম্যাচ ড্র করে শিরোপা দৌড় থেকে এক প্রকার ছিটকে গেছে আল নাসর। আল হিলালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে গেছেন রোনালদোরা। ম্যাচ বাকি ১২টি।
লিগ হতাশা চ্যাম্পিয়নস লিগ দিয়েই কাটানো সম্ভব। কিন্তু গতকাল সেখানেও মিলেছে হতাশা। নিষেধাজ্ঞা কাটিয়ে রোনালদো ফিরলেও আগের ম্যাচে হ্যাটট্রিক করা তালিসকার অভাব টের পাওয়া গেছে ভালোভাবে। প্রথমার্ধের শেষ মুহূর্তে সুফিয়ান রাহিমির গোলে এগিয়ে যায় স্বাগতিক দল।
প্রথমার্ধ শেষে হতাশ রোনালদো যখন মাঠ ছাড়ছিলেন, তখন আল আইনের সমর্থকেরা মেসির নামে স্লোগান দিতে শুরু করেন। মাত্র নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা রোনালদো নিজেকে সামলে নিয়েছেন এবার। শুধু বিরক্তিতে মাথা নাড়াতে নাড়াতে ড্রেসিংরুমে ফিরেছেন।
আল-নাসর কখনো এএফসি চ্যাম্পিয়নস লিগ জেতেনি। এবার রোনালদোর সাহায্যে সে দুঃখ ঘোচার ইচ্ছা তাদের। তবে সে স্বপ্ন বাঁচিয়ে রাখতে আগামী ১১ মার্চ দ্বিতীয় লেগ দুই-ততোধিক গোলে জিততে হবে তাদের।