যুক্তরাষ্ট্র-দ.কোরিয়া যৌথ মহড়া: উত্তর কোরিয়ার হুঁশিয়ারি
- আপডেট সময় : ০৬:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ৪১৩ বার পড়া হয়েছে
মার্কিন বাহিনীর সাথে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া অবিলম্বে বন্ধ না হলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। এমন অবস্থায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া।
সোমবার (৪ মার্চ) থেকে কোরীয় উপদ্বীপ অঞ্চলে মার্কিন সেনাদের সাথে সামরিক মহড়া শুরু করে দক্ষিণ কোরিয়া। এবার জল-স্থল-আকাশ পথে মহড়ায় অংশ নেওয়া সেনা সদস্য ও সমরাস্ত্রের পরিমাণ গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এতে বিমানবাহী মার্কিন রণতরি, পারমাণবিক বোমা বহনে সক্ষম বি-ফিফটি টু বিমানসহ অত্যাধুনিক সমরাস্ত্রের বহর নিয়ে ওই অঞ্চলে বৈরি দেশগুলোকে সতর্ক করার কৌশল বাস্তবায়ন করা হচ্ছে। এটি ১৪ মার্চ পর্যন্ত চলবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
চরম উত্তেজনা ছড়ানো এই মহড়া চলাকালে প্রতিবেশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা-এনআইএস জানিয়েছে, ইলেক্ট্রনিক চিপ তৈরির কারখানায় সাইবার হামলা চালিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। ওই কারখানা থেকে দক্ষিণ কোরিয়ার সমরাস্ত্র তৈরি প্রকল্পে সেমিকন্ডাক্টর সরবরাহ করা হতো।
এমন সময় এই হামলা হলো যখন সামরিক মহড়ার জন্য দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। বলা হয়েছে, উম্মাদ ও বেপরোয়া এই মহড়া অবিলম্বে বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে চরম মূল্য দিতে হবে।