ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কাল থেকে জ্বালানি তেলের দামে পরিবর্তন আসবে

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • / ৩৯৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীকাল থেকে জ্বালানি তেলের দামে পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এতে দাম কমতে পারে জ্বালানির।

বুধবার (৬ মার্চ) চট্রগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনা পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। আরও বলেন, এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার সিদ্ধান্তের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, তেলের মান ও পরিমাণ নিয়ে গাফিলতি করা যাবে না। তেল পরিবহনের যানবাহনের অবস্থা আন্তর্জাতিক মানের হতে হবে। যা একটি নির্দিষ্ট নিয়মনীতির আওতায় চলবে। ফিজিক্যাল সিকিউরিটি ও সাইবার সিকিউরিটি উভয় বিষয়েই বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মায় বিভিন্ন ধরনের জ্বালানি মজুদ সক্ষমতা প্রায় ২ লাখ ৯০ হাজার টন। যা আরো বৃদ্ধি করা আবশ্যক। জ্বালানি তেল গ্রহণ, মজুদ ও সরবরাহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রধান স্থাপনায় ম্যানুয়াল সিস্টেমের পরিবর্তে আধুনিক রাডার টাইপ অটো ট্রাংক গেজিং সিস্টেম স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করা উচিত। তাছাড়া অটোমোশন যত দ্রুত করা যায় ততই ভালো।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ এনডিসি, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

কাল থেকে জ্বালানি তেলের দামে পরিবর্তন আসবে

আপডেট সময় : ০৬:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

আগামীকাল থেকে জ্বালানি তেলের দামে পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এতে দাম কমতে পারে জ্বালানির।

বুধবার (৬ মার্চ) চট্রগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনা পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। আরও বলেন, এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার সিদ্ধান্তের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, তেলের মান ও পরিমাণ নিয়ে গাফিলতি করা যাবে না। তেল পরিবহনের যানবাহনের অবস্থা আন্তর্জাতিক মানের হতে হবে। যা একটি নির্দিষ্ট নিয়মনীতির আওতায় চলবে। ফিজিক্যাল সিকিউরিটি ও সাইবার সিকিউরিটি উভয় বিষয়েই বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মায় বিভিন্ন ধরনের জ্বালানি মজুদ সক্ষমতা প্রায় ২ লাখ ৯০ হাজার টন। যা আরো বৃদ্ধি করা আবশ্যক। জ্বালানি তেল গ্রহণ, মজুদ ও সরবরাহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রধান স্থাপনায় ম্যানুয়াল সিস্টেমের পরিবর্তে আধুনিক রাডার টাইপ অটো ট্রাংক গেজিং সিস্টেম স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করা উচিত। তাছাড়া অটোমোশন যত দ্রুত করা যায় ততই ভালো।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ এনডিসি, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।