ইউক্রেনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সেনা পাঠানো নিয়ে রীতিমতো পরমাণু যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চলছে পশ্চিমাদের বাগ্যুদ্ধ। এমন অবস্থায় পুতিনের হুমকিকে উপেক্ষা করে হাজার হাজার সেনা মোতায়েন করছে ন্যাটো। তবে সেটি ইউক্রেনে নয়, প্রতিবেশী দেশ পোল্যান্ড।
শত শত ট্যাংক আর যুদ্ধযান নিয়ে পোল্যান্ডের পথে রয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটটির ২০ হাজারের বেশি সেনা। যুদ্ধের এমন কোনো সরঞ্জাম নেই যা তাদের এই বহরে দেখা যায়নি। অত্যাধুনিক ট্যাংক থেকে শুরু করে জলযান, ক্ষেপণাস্ত্র সবই আছে এই বহরে।
পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এই মহড়াকে পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং বাল্টিক রাজ্যসহ ন্যাটোর অঞ্চল রক্ষার জন্য প্রস্তুতির অংশ হিসেবে উল্লেখ করেছেন।
রাশিয়ার নাকের ডগায় এমন মহড়া নিয়ে এখনো অবশ্য মুখ খোলেননি পুতিন। তবে বিশেষজ্ঞরা বলছেন, সময় মত ঠিকই এর জবাব দেবেন পুতিন। যা পরিস্থিতিকে করে ফেলতে পারে আরও জটিল।
সম্প্রতি ইউক্রেনে ন্যাটো সেনা পাঠালে পারমাণবিক যুদ্ধ বাধতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এমন ঘোষণার ঠিক একদিন পরই, মস্কো থেকে চালানো হয় ইয়ার্স পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা।