বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দাম উঠেছে স্বর্ণের
- আপডেট সময় : ০৬:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ৪০৫ বার পড়া হয়েছে
বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দাম উঠেছে স্বর্ণের। এপ্রিলের জন্য চুক্তিতে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের মূল্য ছাড়িয়েছে ২১শ’ ডলার। বছরের শেষার্ধে স্বর্ণের গড় মূল্য ২৩শ’ ডলার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে
একদিন আগের তুলনায় দাম দশমিক ৩৭ শতাংশ বেড়ে সোমবার লন্ডনে আউন্সপ্রতি স্বর্ণের দাম নির্ধারিত হয় দুই হাজার ১৩৪ ডলার। পুঁজিবাজারে এদিন স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে দুই হাজার ১২৯ ডলারে দাঁড়ায়।
মঙ্গলবার (৫ মার্চ) দাম আরও বেড়েছে বলে জানিয়েছে সিএনবিসি। স্বর্ণের দামে এই উত্থান কমপক্ষে চলতি বছরের শেষ পর্যন্ত চলবে বলে আভাস অর্থনীতিবিদদের।
আগামী ১২ থেকে ১৬ মাসের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম আরও বেড়ে তিন হাজার ডলারেও পৌঁছে যেতে পারে বলে আশাবাদী যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান সিটিব্যাংক।
জার্মানির বেরেনবার্গের বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয় হলে বিশ্ববাজারে স্বর্ণখাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে; কমবে ইউক্রেন ও গাজায় চলমান যুদ্ধের প্রভাব।