ভারতের ক্রিকেটকে বিদায় দিলেন শাহবাজ নাদিম
- আপডেট সময় : ০৬:০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ৪০১ বার পড়া হয়েছে
আধুনিক ক্রিকেট বদলে দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। ক্রিকেটারদের আয়ের পরিধিও বেড়ে গেছে। বিদেশি সব লিগে খেলতে দেশের ক্রিকেটকেও বিদায় বলতে দ্বিতীয়বার ভাবছেন না ক্রিকেটাররা। কদিন আগে ভারতীয় ক্রিকেটার আম্বাতি রাইডু বিদেশি লিগে খেলার জন্য অবসরের ঘোষণা দেন। এবার তাঁরই পথে হাঁটলেন ভারতের হয়ে টেস্ট খেলা আরেক ক্রিকেটার।
পুরো বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে ভারতের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্টে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
ভারতীয় দলে নিয়মিত সুযোগ পাননি, তবে খেলেছেন দুইটি টেস্ট। ২০১৯ সালে ভারতের হয়ে সাদা পোশাকে অভিষিক্ত নাদিমের নামের পাশে রয়েছে ৮টি আন্তর্জাতিক উইকেট। ক্যারিয়ারের দ্বিতীয় ও শেষ টেস্টটি খেলেছেন ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে।
জাতীয় দলের নিয়মিত না হলেও ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডের হয়ে ৫৪২টি উইকেট শিকার করেছেন নাদিম। আইপিএলে ছিলেন নিয়মিত মুখ। ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) জার্সিতে খেলেছিলেন। এরপর ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। ২০২২ সালে তাঁর দল ছিল লখনৌ সুপার জায়ান্টস।
বিসিসিআইয়ের নিয়মানুসারে ভারতের কোনো ক্রিকেটারই অবসর না নেওয়ার আগ পর্যন্ত বিদেশি কোন লিগ খেলতে পারেন না। মূলত বিদেশি লিগ মাতাতেই ভারতের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নাদিম। ইনস্টাগ্রামে দেয়া পোস্টে নাদিম বোর্ড থেকে ধরে ঘরোয়া ও আইপিএল ক্রিকেট খেলা সব দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আসন্ন লিজেডন্স লিগের মাধ্যমে ক্রিকেটের নতুন আরেকটি অধ্যায় শুরু করতে পারেন নাদিম।