প্রাক-মৌসুমে অস্ট্রেলিয়ায় রোমার বিপক্ষে খেলবে মিলান
- আপডেট সময় : ০১:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ৪০২ বার পড়া হয়েছে
৩০ বছরের মধ্যে প্রথমবারের মত অস্ট্রেলিয়া সফরে যাচ্ছ ইতালিয়ান পাওয়ারহাউজ এসি মিলান। পার্থে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে রোমার বিপক্ষে খেলা নিশ্চিত করেছে মিলান।
এই দুই দল আগামী ৩১ মে ৬৫ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন পার্থ স্টেডিয়ামে একে অপরের মোকাবেলা করবে। উভয় দলেরই অস্ট্রেলিয়ায় শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে।
মিলানের প্রধান নির্বাহী গিওর্গিও ফুরলানি এক বিবৃতিতে বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় ফিরতে পারার সুযোগ পাওয়া এসি মিলানের জন্য সত্যিই দারুন আনন্দের। রোমার বিপক্ষে অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পেয়ে আমরা দারুন গর্বিত। একইসাথে এই আমন্ত্রণ জানানোর জন্য পশ্চিম অস্ট্রেলিয়া সরকারের কাছে কৃতজ্ঞ।’
সাতবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন মিলান সর্বশেষ ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ায় খেলেছে। সিডনি ও মেলবোর্নে অস্ট্রেলিয়া জাতীয় দলের বিপক্ষে তারা ম্যাচ খেলেছিল।
পশ্চিম অস্ট্রেলিয়ার স্টেট প্রিমিয়ার রজার কুক বলেছেন, ‘এসি মিলান ও রোমার মধ্যকার ম্যাচটি পার্থে আয়োজন করতে পারা আমাদের জন্য একটি দারুন সুযোগ। এর মাধ্যমে ইতালির সাথে আমাদের বন্ধন আরো সুদৃঢ় হবে।’
রোমা সর্বশেষ ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় প্রাক-মৌসুম ম্যাচে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলেছিল।