ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশের ইতিহাস ৭ মার্চ ছাড়া হতে পারে না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • / ৩৯৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতা ৭ মার্চ ছাড়া হতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে যারা ৭ই মার্চকে অস্বীকার করে, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে এটি সন্দেহজনক। বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা ৭ই মার্চ ছাড়া হতে পারে না।

হাছান মাহমুদ বলেন, যারা ৭ মার্চকে অস্বীকার করে তারা দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্বে বিশ্বাস করে কি না–তা নিয়ে সন্দেহ আছে।

এর আগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি।

৭ মার্চ উপলক্ষে আজ সকালে গণভবনে ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে তেজগাঁওয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায়ও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের ইতিহাস ৭ মার্চ ছাড়া হতে পারে না: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতা ৭ মার্চ ছাড়া হতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে যারা ৭ই মার্চকে অস্বীকার করে, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে এটি সন্দেহজনক। বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা ৭ই মার্চ ছাড়া হতে পারে না।

হাছান মাহমুদ বলেন, যারা ৭ মার্চকে অস্বীকার করে তারা দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্বে বিশ্বাস করে কি না–তা নিয়ে সন্দেহ আছে।

এর আগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি।

৭ মার্চ উপলক্ষে আজ সকালে গণভবনে ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে তেজগাঁওয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায়ও যোগ দেবেন প্রধানমন্ত্রী।