চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদ
- আপডেট সময় : ০১:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ৩৯৭ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাইপজিগের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ড্র করলেও প্রথম লেগে আরবি লাইপজিগকে ১-০ গোলের জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। দুই লেগ মিলিয়ে রিয়ালের জয় ২-১ গোলে।
বুধবার (৬ ই মার্চ) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। লাইপজিগ তুলনামূলকভাবে এগিয়ে ছিল। একাধিক সুবর্ণ সুযোগ তারা নষ্ট করে। তবে দ্বিতীয়ার্ধে রিয়াল তাদের আক্রমণের ধার বাড়ায়। তার ফল পেয়ে যায় এক ঘণ্টার কিছুক্ষণ পর। ৬৫ মিনিটে জুড বেলিংহ্যামের দারুণ এক বুদ্ধিদীপ্ত শটে অনেকটা ফাঁকায় বল পেয়ে যান ভিনিসিউস জুনিয়র। বল পেয়েই কালক্ষেপণ না করে জালে শট নেন তিনি। লাইপজিগ গোলরক্ষক পিটার গুলাচ্ছিকে ফাঁকি দিয়ে বল প্রবেশ করে জালে।
ভিনির গোলের ২ মিনিট পরই জালের দেখা পায় লাইপজিগ। তাতে অবশ্য কপাল প্রচ্ছন্ন হয়নি জার্মানির দলটির। শেষ পর্যন্ত আর কোনো গোল করতে না পারলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে তারা।
এদিকে ভিনির গোলে অ্যাসিস্ট করে দারুণ এক রেকর্ড করেছেন বেলিংহ্যাম। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে উপস্থিতিতে টানা ৬ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করা তৃতীয় কনিষ্ঠতম ফুটবলার হলেন তিনি। এখন তার বয়স ২০ বছর ২৫১ দিন। সবচেয়ে কম বয়সী হিসেবে এই রেকর্ড কিলিয়ান এমবাপ্পের দখলে। ১৮ বছর ৩৩৭ দিন বয়সে এ কীর্তি গড়েন তিনি। আরলিং হলান্ড দ্বিতীয় স্থানে আছেন ২০ বছর ২৩১ দিন বয়সে গোল-অ্যাসিস্ট করে।
এ নিয়ে গত ১৪ বছরে ১২তম কোয়ার্টার ফাইনালে উঠলো রিয়াল। এই সময়ে তারা পাঁচটি শিরোপা জিতেছে। এবার ১৫তম চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ের পথে আরেকটি ধাপ এগিয়ে গেলো মাদ্রিদ ক্লাব। আগামী ১৫ ই মার্চ হবে কোয়ার্টার ফাইনালের ড্র। এরই মধ্যে পিএসজি, ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ শেষ আটের টিকিট নিশ্চিত করেছে। বাকি দলগুলো চূড়ান্ত হবে আগামী সপ্তাহের খেলা শেষে।