ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ কিম জং উনের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • / ৪১৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোরদার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার মধ্যেই এই প্রস্তুতির কথা বললেন তিনি।

উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়াত্ত সংবাদমাধ্যম কেসিএন। সেসময় সেনাদের উদ্দেশে

দেয়া ভাষণে কিম বলেন, ‘বিরাজমান পরিস্থিতির প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে যুদ্ধের প্রস্তুতি জোরদার করার একটি নতুন উত্তেজনা সূচনা করতে হবে।’

উল্লেখ্য, যৌথ উদ্যোগে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির বিরুদ্ধে প্রস্তুতি জোরদার করতে এই যৌথ সামরিক মহড়া বলে জানিয়েছে দেশদুটি। ১১ দিনের এই মহড়ায় গুলি চালানো, বোমা বর্ষণ, বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতি নেবে সেনারা। চলতি মরসুমে মার্কিন বাহিনীর সাথে ৪৮টি যৌথ মহড়া চালাবে দক্ষিণ কোরিয়া, যা গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ।

এরইমধ্যে সিউল এবং ওয়াশিংটনকে ‘উদ্বেগজনক মহড়া’ বন্ধে আহ্বান জানিয়েছে পিয়ংইয়ং। বৃহৎ আকারের সামরিক মহড়ার জন্য ‘চড়া মূল্য’ দিতে হবে বলেও হুশিয়ারী দিয়েছে উত্তর কোরিয়া।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ কিম জং উনের

আপডেট সময় : ০২:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোরদার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার মধ্যেই এই প্রস্তুতির কথা বললেন তিনি।

উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়াত্ত সংবাদমাধ্যম কেসিএন। সেসময় সেনাদের উদ্দেশে

দেয়া ভাষণে কিম বলেন, ‘বিরাজমান পরিস্থিতির প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে যুদ্ধের প্রস্তুতি জোরদার করার একটি নতুন উত্তেজনা সূচনা করতে হবে।’

উল্লেখ্য, যৌথ উদ্যোগে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির বিরুদ্ধে প্রস্তুতি জোরদার করতে এই যৌথ সামরিক মহড়া বলে জানিয়েছে দেশদুটি। ১১ দিনের এই মহড়ায় গুলি চালানো, বোমা বর্ষণ, বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতি নেবে সেনারা। চলতি মরসুমে মার্কিন বাহিনীর সাথে ৪৮টি যৌথ মহড়া চালাবে দক্ষিণ কোরিয়া, যা গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ।

এরইমধ্যে সিউল এবং ওয়াশিংটনকে ‘উদ্বেগজনক মহড়া’ বন্ধে আহ্বান জানিয়েছে পিয়ংইয়ং। বৃহৎ আকারের সামরিক মহড়ার জন্য ‘চড়া মূল্য’ দিতে হবে বলেও হুশিয়ারী দিয়েছে উত্তর কোরিয়া।