ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লা-লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ জুড বেলিংহ্যাম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / ৪৫৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড পাওয়ায় রিয়াল ফরোয়ার্ড জুড বেলিংহ্যাম এবার দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন। মূলত রেফারির সঙ্গে বাজে আচরণের দায়ে এই রিয়াল তারকাকে নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ফলে লা-লিগায় আগামী দু ম্যাচ সেলতা ভিগো ও ওসাসুনার বিপক্ষে নামতে পারবেন না বেলিংহ্যাম।

বরুশিয়া ডর্টমুন্ট হয়ে খেলার সময় রিয়াল মাদ্রিদের নজরে আসে ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম। তাই কিনা গেল বছর রেকর্ড অর্থ প্রায় ১৩৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভেড়ায় লস ব্লাঙ্করা।

রিয়াল হয়ে নিজেকে প্রমাণে খুব একটা সময় নেয়নি বেলিংহ্যামও। অল্প সময়ই দলের গুরুত্বপূর্ণ খেলেয়াড় হয়ে ওঠেন এই ইংলিশ ফুটবলার। চলতি মৌসুমে ২২ ম্যাচে এরই মধ্যে করেছেন ১৬ গোল। সঙ্গে অ্যাসিস্ট আছে আরও ৩টি। নিজের পারফর‌ম্যান্সের পাশাপাশি ট্রান্সফার মার্কেটেও পাল্লা দিয়ে বেড়েছে তার বাজরদর।

উড়তে থাকা এই রিয়াল ফরোয়র্ড এবার থামতে হলো নিজের ব্যবহারের কারণে। শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে সরাসরি লাল কার্ড পান তিনি। সে ম্যাচে অবশ্য ২-২ গোল ড্র করে রিয়াল।

ম্যাচের অন্তিম মুহুর্তে বেলিংহ্যামের গোল বাতিল করে ম্যাচ শেষের সিদ্ধান্ত নেয় রেফারি। আর তাতেই ম্যাচ পরিচালকের ওপর চড়াও হয় রিয়াল ফুটবলাররা। সে সময় রেফারি সঙ্গে অকথ্য শব্দ ব্যবহার করেন বেলিংহ্যাম। পরে সরাসরি লাল কার্ড পান তিনি।

মূলত রেফারি সঙ্গে বিতণ্ডায় জড়ানোর দায়ে দু’ম্যাচ নিষিদ্ধ করে দেশটির ফুটবলা ফেডারেশন। সাধারণত স্প্যানিশ ফেডারেশনের আচরণ বিধির ১২৪ ধারার ভঙ্গ করলে, একজনকে ফুটবলারকে সর্বনিম্ন দুই ম্যাচ ও সর্বোচ্চ এক মাস নিষিদ্ধ করতে পারে ফেডারেশন। তবে, দুই ম্যাচ নিষিদ্ধ হয়ে সর্বনিম্ন সাজাই পেলেন এই ইংলিশ ফুটবলার।

ফলে লা-লিগায় রিয়ালের হয়ে আগামী দুই ম্যাচ সেলতা ভিগো ও ওসাসুনার বিপক্ষে মাঠে নামতে পারবেন না বেলিংহ্যাম। যদিও এই রায়ের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ আপিল করবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

লা-লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ জুড বেলিংহ্যাম

আপডেট সময় : ০২:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড পাওয়ায় রিয়াল ফরোয়ার্ড জুড বেলিংহ্যাম এবার দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন। মূলত রেফারির সঙ্গে বাজে আচরণের দায়ে এই রিয়াল তারকাকে নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ফলে লা-লিগায় আগামী দু ম্যাচ সেলতা ভিগো ও ওসাসুনার বিপক্ষে নামতে পারবেন না বেলিংহ্যাম।

বরুশিয়া ডর্টমুন্ট হয়ে খেলার সময় রিয়াল মাদ্রিদের নজরে আসে ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম। তাই কিনা গেল বছর রেকর্ড অর্থ প্রায় ১৩৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভেড়ায় লস ব্লাঙ্করা।

রিয়াল হয়ে নিজেকে প্রমাণে খুব একটা সময় নেয়নি বেলিংহ্যামও। অল্প সময়ই দলের গুরুত্বপূর্ণ খেলেয়াড় হয়ে ওঠেন এই ইংলিশ ফুটবলার। চলতি মৌসুমে ২২ ম্যাচে এরই মধ্যে করেছেন ১৬ গোল। সঙ্গে অ্যাসিস্ট আছে আরও ৩টি। নিজের পারফর‌ম্যান্সের পাশাপাশি ট্রান্সফার মার্কেটেও পাল্লা দিয়ে বেড়েছে তার বাজরদর।

উড়তে থাকা এই রিয়াল ফরোয়র্ড এবার থামতে হলো নিজের ব্যবহারের কারণে। শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে সরাসরি লাল কার্ড পান তিনি। সে ম্যাচে অবশ্য ২-২ গোল ড্র করে রিয়াল।

ম্যাচের অন্তিম মুহুর্তে বেলিংহ্যামের গোল বাতিল করে ম্যাচ শেষের সিদ্ধান্ত নেয় রেফারি। আর তাতেই ম্যাচ পরিচালকের ওপর চড়াও হয় রিয়াল ফুটবলাররা। সে সময় রেফারি সঙ্গে অকথ্য শব্দ ব্যবহার করেন বেলিংহ্যাম। পরে সরাসরি লাল কার্ড পান তিনি।

মূলত রেফারি সঙ্গে বিতণ্ডায় জড়ানোর দায়ে দু’ম্যাচ নিষিদ্ধ করে দেশটির ফুটবলা ফেডারেশন। সাধারণত স্প্যানিশ ফেডারেশনের আচরণ বিধির ১২৪ ধারার ভঙ্গ করলে, একজনকে ফুটবলারকে সর্বনিম্ন দুই ম্যাচ ও সর্বোচ্চ এক মাস নিষিদ্ধ করতে পারে ফেডারেশন। তবে, দুই ম্যাচ নিষিদ্ধ হয়ে সর্বনিম্ন সাজাই পেলেন এই ইংলিশ ফুটবলার।

ফলে লা-লিগায় রিয়ালের হয়ে আগামী দুই ম্যাচ সেলতা ভিগো ও ওসাসুনার বিপক্ষে মাঠে নামতে পারবেন না বেলিংহ্যাম। যদিও এই রায়ের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ আপিল করবে বলে জানা গেছে।