পিরোজপুরের পারেরহাট সড়কে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় একটি বাস ধাক্কা দেয়। এতে সাতজন নিহত এবং ৬–৮ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
পারেরহাট সড়কের ঝালতলা নামক স্থানে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি ব্রেকফেল করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। ঘটনাস্থল থেকে আমরা ৩ জনের মরদেহ উদ্ধার করি। এছাড়া আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে ৪ জন মারা গেছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে স্বপন, নাইম, হেমায়েত, খাইরুলের পরিচয় জানা গেছে। বাকি তিন জনের পরিচয় এখনো জানায় যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজি বাইকে থাকা চার ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত ৮–১০ জনকে পিরোজপুর হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সেলিম হোসেন বলে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। হতাহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিআরটিএ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছে। উদ্ধার কাজ পরিচালনার জন্য সবাই সম্মন্বিতভাবে কাজ করছে।
পিরোজপুর সদর থানার ওসি আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।