ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নয়াপল্টনে মহিলা দলের শোভাযাত্রা পুলিশি বাধায় পণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / ৪৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের শোভাযাত্রা পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। আজ শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে মহিলা দলের নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে শোভাযাত্রা করতে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সকাল ১১টা ৩৫ মিনিটে শোভাযাত্রা বের করলে পুলিশের বাধায় করতে পারেনি সংগঠনটি।

এসময় মহিলা দলের নেতাকর্মীরা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘আন্তর্জাতিক নারী দিবস সফল হোক, সফল হোক’সহ বিভিন্ন স্লোগানে নয়াপল্টন মুখরিত করে তুলেন।

শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

এদিকে মহিলা দলের শোভাযাত্রা ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। যেকোন পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। এছাড়া প্রিজন ভ্যান, জলকামান ও এপিসিও রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

নয়াপল্টনে মহিলা দলের শোভাযাত্রা পুলিশি বাধায় পণ্ড

আপডেট সময় : ০৪:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

বিশ্ব নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের শোভাযাত্রা পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। আজ শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে মহিলা দলের নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে শোভাযাত্রা করতে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সকাল ১১টা ৩৫ মিনিটে শোভাযাত্রা বের করলে পুলিশের বাধায় করতে পারেনি সংগঠনটি।

এসময় মহিলা দলের নেতাকর্মীরা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘আন্তর্জাতিক নারী দিবস সফল হোক, সফল হোক’সহ বিভিন্ন স্লোগানে নয়াপল্টন মুখরিত করে তুলেন।

শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

এদিকে মহিলা দলের শোভাযাত্রা ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। যেকোন পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। এছাড়া প্রিজন ভ্যান, জলকামান ও এপিসিও রাখা হয়।