বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সৈয়দ আহমেদ অটল আর নেই
- আপডেট সময় : ০৩:১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ৫০৯ বার পড়া হয়েছে
বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সৈয়দ আহমেদ অটল আর নেই। আজ সকালে রাজধানীর আসগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
সৈয়দ আহমেদ অটল জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য। দৈনিক করতোয়ার প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পত্রিকাটির প্রধান প্রতিবেদক হিসেবে ছিলেন।
সাংবাদিক সৈয়দ আহমেদ অটলের পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জে। বাবা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী। সেই সূত্রে বগুড়ার বাসিন্দা অটলের উত্তরসূরিরা। তার জন্ম বগুড়ায়। দেশের স্বাধীনতার জন্য তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাম আদর্শ অনুসারী সৈয়দ আহমেদ আটল দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিটে কাজ করতেন।
জাতীয় প্রেবক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাদ জুমা জানাজা শেষে বগুড়ায় তার মরদেহ দাফন করা হবে।