ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতেই ইতিহাসের জন্ম দিলেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / ৩৯৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত থেকে তাহলে কিছু নিয়ে ফিরবে ইংল্যান্ড। ‘বাজবল’ ক্রিকেট তার সবচেয়ে বড় পরীক্ষায় ব্যর্থ হয়েছে। টেস্ট ক্রিকেটে পুরো দল নিয়ে আগ্রাসী ক্রিকেট খেলার যে স্টাইল দেখাচ্ছে ইংল্যান্ড তা ব্যর্থ হয়েছে ভারতে। প্রথম টেস্ট জয়ের পর যে ধারণা জন্মেছিল, সেটা ভুল প্রমাণ করে ভারত পরের তিন টেস্টেই সিরিজ নিষ্পত্তি করে ফেলেছে।

ধর্মশালায় টেস্টের দ্বিতীয় দিন শেষেই বোঝা গেছে, ভারত থেকে আর কোনো জয় নিয়ে ফেরা হচ্ছে না ইংলিশদের। তবে তৃতীয় দিনের শুরুতে অন্য এক প্রাপ্তি জুটেছে। আজ ব্যাট করতে নেমে ৪ রান যগ করতেই ২ উইকেট হারিয়ে ৪৭৭ রানে অলআউট ভারত। এর মধ্যে কুলদীপ যাদবকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে প্রথম পেস বোলার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন জিমি অ্যান্ডারসন।

টেস্টে পেসার হিসেবে ৬০০ উইকেটের দেখা পাওয়া প্রথম বোলারও ছিলেন অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার ৫৬৩ উইকেটের রেকর্ড ভাঙা অ্যান্ডারসনের পর ৬০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী স্টুয়ার্ট ব্রডও। গত অ্যাশেজেই সে কীর্তি গড়ে অবসরও নিয়েছেন ব্রড (৬০৪)।

তবে অ্যান্ডারসন এখনো চলাইয়ে যাচ্ছেন। ৪১ বছর বয়সীর সামনে এখন শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়ে ২০০৭ অ্যাশেজ শেষে ম্যাকগ্রার সঙ্গে একসঙ্গে অবসরে গিয়েছিলে প্রয়াত লেগ স্পিন জাদুকর। তাঁকে ছাড়িয়ে যেতে তাই অ্যান্ডারসনকে খুব বেশি অপেক্ষা করতে হবে না। তবে ১৮৭ টেস্টে ২৬.৫২ গড়ে ৭০০ উইকেটধারী অ্যান্ডারসনকে টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারি হতে বেশ কঠিন পরিশ্রম করতে হবে। ১৩৩ টেস্ট খেলেই ৮০০ উইকেট পেয়েছেন শ্রীলঙ্কান অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

অ্যান্ডারসনকে আরও ১০০ উইকেট পেতে বেশ দীর্ঘ সময় খেলা চালিয়ে যেতে হবে। ২০২০ সালে ৬০০ উইকেটের মাইলফলকে পা রাখা অ্যান্ডারসনের পরের ১০০ উইকেট পেতে ৩১ ম্যাচ ও ৫৭ ইনিংসে বল করতে হয়েছে। ইদানীং তাঁকে বিশ্রাম দিয়ে দিয়েও খেলানো হচ্ছে। ভারতে অবশ্য পাঁচ টেস্টের চারটিতেই নেমেছেন, কিন্তু পেয়েছেন মাত্র ১০ উইকেট।

তবে ঘরের মাঠে এখনো সেরাদের একজন তিনি। ঘরের মাঠে ৪৩৪ উইকেট পাওয়া অ্যান্ডারসন অস্ট্রেলিয়াতেও ৬৮ উইকেট পেয়েছেন। ২০০৩ সালে লর্ডসে অভিষেকে জিম্বাবুয়ের মার্ক ভারমুয়েলেনকে নিজের তৃতীয় ওভারে আউট করার পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শুধু ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দল থেকে বাদ পড়ার পর শঙ্কা জেগেছিল।

কিন্তু বেন স্টোকস অধিনায়ক হয়ে তাঁকে আবার ডেকে পাঠিয়েছেন। টেস্টে ৭০০ উইকেটের পাশাপাশি ওয়ানডেতে ২৬৯ ও টি-টোয়েন্টিতে ১৯ উইকেট পেয়েছেন অ্যান্ডারসন।

নিউজটি শেয়ার করুন

ভারতেই ইতিহাসের জন্ম দিলেন অ্যান্ডারসন

আপডেট সময় : ০১:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

ভারত থেকে তাহলে কিছু নিয়ে ফিরবে ইংল্যান্ড। ‘বাজবল’ ক্রিকেট তার সবচেয়ে বড় পরীক্ষায় ব্যর্থ হয়েছে। টেস্ট ক্রিকেটে পুরো দল নিয়ে আগ্রাসী ক্রিকেট খেলার যে স্টাইল দেখাচ্ছে ইংল্যান্ড তা ব্যর্থ হয়েছে ভারতে। প্রথম টেস্ট জয়ের পর যে ধারণা জন্মেছিল, সেটা ভুল প্রমাণ করে ভারত পরের তিন টেস্টেই সিরিজ নিষ্পত্তি করে ফেলেছে।

ধর্মশালায় টেস্টের দ্বিতীয় দিন শেষেই বোঝা গেছে, ভারত থেকে আর কোনো জয় নিয়ে ফেরা হচ্ছে না ইংলিশদের। তবে তৃতীয় দিনের শুরুতে অন্য এক প্রাপ্তি জুটেছে। আজ ব্যাট করতে নেমে ৪ রান যগ করতেই ২ উইকেট হারিয়ে ৪৭৭ রানে অলআউট ভারত। এর মধ্যে কুলদীপ যাদবকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে প্রথম পেস বোলার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন জিমি অ্যান্ডারসন।

টেস্টে পেসার হিসেবে ৬০০ উইকেটের দেখা পাওয়া প্রথম বোলারও ছিলেন অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার ৫৬৩ উইকেটের রেকর্ড ভাঙা অ্যান্ডারসনের পর ৬০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী স্টুয়ার্ট ব্রডও। গত অ্যাশেজেই সে কীর্তি গড়ে অবসরও নিয়েছেন ব্রড (৬০৪)।

তবে অ্যান্ডারসন এখনো চলাইয়ে যাচ্ছেন। ৪১ বছর বয়সীর সামনে এখন শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়ে ২০০৭ অ্যাশেজ শেষে ম্যাকগ্রার সঙ্গে একসঙ্গে অবসরে গিয়েছিলে প্রয়াত লেগ স্পিন জাদুকর। তাঁকে ছাড়িয়ে যেতে তাই অ্যান্ডারসনকে খুব বেশি অপেক্ষা করতে হবে না। তবে ১৮৭ টেস্টে ২৬.৫২ গড়ে ৭০০ উইকেটধারী অ্যান্ডারসনকে টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারি হতে বেশ কঠিন পরিশ্রম করতে হবে। ১৩৩ টেস্ট খেলেই ৮০০ উইকেট পেয়েছেন শ্রীলঙ্কান অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

অ্যান্ডারসনকে আরও ১০০ উইকেট পেতে বেশ দীর্ঘ সময় খেলা চালিয়ে যেতে হবে। ২০২০ সালে ৬০০ উইকেটের মাইলফলকে পা রাখা অ্যান্ডারসনের পরের ১০০ উইকেট পেতে ৩১ ম্যাচ ও ৫৭ ইনিংসে বল করতে হয়েছে। ইদানীং তাঁকে বিশ্রাম দিয়ে দিয়েও খেলানো হচ্ছে। ভারতে অবশ্য পাঁচ টেস্টের চারটিতেই নেমেছেন, কিন্তু পেয়েছেন মাত্র ১০ উইকেট।

তবে ঘরের মাঠে এখনো সেরাদের একজন তিনি। ঘরের মাঠে ৪৩৪ উইকেট পাওয়া অ্যান্ডারসন অস্ট্রেলিয়াতেও ৬৮ উইকেট পেয়েছেন। ২০০৩ সালে লর্ডসে অভিষেকে জিম্বাবুয়ের মার্ক ভারমুয়েলেনকে নিজের তৃতীয় ওভারে আউট করার পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শুধু ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দল থেকে বাদ পড়ার পর শঙ্কা জেগেছিল।

কিন্তু বেন স্টোকস অধিনায়ক হয়ে তাঁকে আবার ডেকে পাঠিয়েছেন। টেস্টে ৭০০ উইকেটের পাশাপাশি ওয়ানডেতে ২৬৯ ও টি-টোয়েন্টিতে ১৯ উইকেট পেয়েছেন অ্যান্ডারসন।