অবরুদ্ধ গাজায় ইসরাইলের ধ্বংসযজ্ঞ অব্যাহত
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০২:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ৪০২ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরাইল। এর ফলে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। হামলার প্রভাবে অনেক আগে থেকেই গাজার স্বাস্থ্যব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
হামলা ছাড়াও অন্যান্য কারণেও বাড়ছে অপমৃত্যুর সংখ্যা। শুক্রবার (৮ই মার্চ) গাজার আল-শিফা হাসপাতালে অপুষ্টি এবং পানিশূন্যতায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সাম্প্রতিক সংখ্যা বেড়ে দাড়ালো ২৩ জনে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, গাজায় ভয়ঙ্কর গণহত্যার উপায় হিসেবেই খাদ্যসংকট তৈরির কৌশল বেঁছে নিয়েছে ইসরাইল। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, হিসাবের বাইরেও ফিলিস্তিনি এই ভূখণ্ডের আরও অনেকেই নীরবে মারা যাচ্ছেন ।