গাজা উপত্যকায় সমুদ্রপথে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত ইইউর
- আপডেট সময় : ০২:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ৪০৫ বার পড়া হয়েছে
যুদ্ধকবলিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় সমুদ্রপথে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ উদ্দেশ্যে একটি করিডরও খোলা হচ্ছে। চলতি সপ্তাহের শেষের দিকে এ করিডরের মাধ্যমে গাজায় ত্রাণ পাঠানো হবে বলে জানিয়েছেন ইইউয়ের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার সাইপ্রাসের লারনাকা বন্দর পরিদর্শন করেন উরসুলা ভন ডার লিয়েন। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় আগামী শুক্রবার পরীক্ষামূলকভাবে একটি ত্রাণের চালান সাইপ্রাস থেকে গাজার দিকে যাবে।’
সমুদ্রে করিডর খোলা প্রসঙ্গে ইইউয়ের প্রেসিডেন্ট বলেন, আমরা সংযুক্ত আরব আমিরাত ও আমেরিকার সঙ্গে সমন্বয় করে সাইপ্রাসে সমুদ্র করিডর চালু করতে যাচ্ছি। সকল প্রস্তুতি প্রায় শেষের পথে। শিগগিরই এ করিডর খোলা হবে। আশা করছি শুক্রবার–শনিবারের মধ্যেই আমরা এই করিডোর ব্যবহার করে ত্রাণের প্রাথমিক চালান গাজায় পাঠাতে পারব।
এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ‘সমুদ্রপথে গাজায় ত্রাণ পাঠানোর জন্য গাজা উপকূলে বন্দর নির্মাণ করা হবে।’ প্রেসিডেন্টের এ ঘোষণার পর মার্কিন কর্মকর্তারা বলেন, ‘বন্দর নির্মাণ করতে কয়েক সপ্তাহ সময় লাগবে।’
এ দিকে এ করিডর নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। গতকাল শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েল বলেছে, সাইপ্রাস থেকে গাজা উপত্যকা পর্যন্ত একটি মানবিক সহায়তা করিডোরকে আমরা স্বাগত জানাই। এই উদ্যোগে অন্যান্য দেশকে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।
তবে সমুদ্রপথে আসা ত্রাণসামগ্রী নিরাপত্তা পরীক্ষা করার পরই গাজায় প্রবেশ করতে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘সাইপ্রাস থেকে পাঠানো ত্রাণের জাহাজগুলো ইসরায়েলি মান অনুযায়ী নিরপত্তা পরীক্ষা করার পরই কেবল গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।’