ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শিরোপা জেতার সর্বোচ্চ চেষ্টায় হ্যারি কেইন!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ৪০৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ মৌসুমে হয়তো খালি হাতে ঘরে ফিরতে হবে বায়ার্ন মিউনিখকে। জার্মান কাপ থেকে বাদ পরেছে। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকলেও তাদের খেলার ধরন দেখে ফেবারিটদের কাতারে রাখা যাচ্ছে না। আর সবেধন নীলমনি যে বুন্দেসলিগা- গত ১১ মৌসুম ধরে যা নিজস্ব সম্পত্তি হয়ে উঠেছিল, সেটাও হাতছাড়া হওয়ার জোগাড়।

বুন্দেসলিগায় গতকালের আগ পর্যন্ত শীর্ষে থাকা বায়ের লেভারকুসেনের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে ছিল বায়ার্ন। হাতে আছে ১০ ম্যাচ, এর মধ্যে এত বড় ব্যবধান কমানো প্রায় অসম্ভব। বিশেষ করে যে দল এখনো পর্যন্ত মৌসুমে কোনো ম্যাচ হারেনি তাদের হঠাৎ চারটি ম্যাচে পা হড়কানো কিছুটা হলেও বিস্ময়ের জন্ম দেবে।

তবে ক্যারিয়ারে কোনো শিরোপা না জেতার অভিশাপ কাটাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন হ্যারি কেইন। গতকাল তাঁর হ্যাটট্রিকে মাইনসকে ৮-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। গতকালের তিন গোলের পর লিগে এরই মধ্যে ৩০ গোল হয়ে গেছে কেইনের।

হ্যাটট্রিকের পর কেইন যে পোস্ট করেছেন, তাতে ইঙ্গিত বর্তমানে বার্সেলোনায় খেলা রবের্ত লেভানদফস্কির রেকর্ডেও নজর আছে তাঁর।

বায়ার্নের জার্সিতে চতুর্থ হ্যাটট্রিকের রাতে দুটি রেকর্ড ভেঙেছেন। প্রথম কোনো খেলোয়াড় হিসেবে এক মৌসুমে অন্তত আট ম্যাচে একাধিক গোল করেছেন। সে সঙ্গে উই সিলারের পর বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে ৩০ গোল করার কীর্তিও হয়ে গেল তাঁর।

ম্যাচের পর ম্যাচ বল নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কেইন, সঙ্গে বার্তাও দিয়েছেন, ‘আরও অনেক কিছুই বাকি।’ ২৫ ম্যাচে ৩০ গোল করা কেইনের পক্ষে বাকি ৯ ম্যাচে লেভানদফস্কির করা ৪১ গোলের রেকর্ড ভাঙার ভালো সম্ভাবনা আছে।

কোচ টমাস টুখেল অন্তত আস্থা রাখছেন শিষ্যের ওপর, ‘ও যেকোনো কিছুই করতে পারে। ওর দারুণ ব্যক্তিত্ব আছে, দারুণ আদর্শ। উঁচু মানের খেলোয়াড়। ওকে অনুশীলন করাতে পেরে আমি আনন্দিত।’

নিউজটি শেয়ার করুন

শিরোপা জেতার সর্বোচ্চ চেষ্টায় হ্যারি কেইন!

আপডেট সময় : ১২:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

এ মৌসুমে হয়তো খালি হাতে ঘরে ফিরতে হবে বায়ার্ন মিউনিখকে। জার্মান কাপ থেকে বাদ পরেছে। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকলেও তাদের খেলার ধরন দেখে ফেবারিটদের কাতারে রাখা যাচ্ছে না। আর সবেধন নীলমনি যে বুন্দেসলিগা- গত ১১ মৌসুম ধরে যা নিজস্ব সম্পত্তি হয়ে উঠেছিল, সেটাও হাতছাড়া হওয়ার জোগাড়।

বুন্দেসলিগায় গতকালের আগ পর্যন্ত শীর্ষে থাকা বায়ের লেভারকুসেনের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে ছিল বায়ার্ন। হাতে আছে ১০ ম্যাচ, এর মধ্যে এত বড় ব্যবধান কমানো প্রায় অসম্ভব। বিশেষ করে যে দল এখনো পর্যন্ত মৌসুমে কোনো ম্যাচ হারেনি তাদের হঠাৎ চারটি ম্যাচে পা হড়কানো কিছুটা হলেও বিস্ময়ের জন্ম দেবে।

তবে ক্যারিয়ারে কোনো শিরোপা না জেতার অভিশাপ কাটাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন হ্যারি কেইন। গতকাল তাঁর হ্যাটট্রিকে মাইনসকে ৮-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। গতকালের তিন গোলের পর লিগে এরই মধ্যে ৩০ গোল হয়ে গেছে কেইনের।

হ্যাটট্রিকের পর কেইন যে পোস্ট করেছেন, তাতে ইঙ্গিত বর্তমানে বার্সেলোনায় খেলা রবের্ত লেভানদফস্কির রেকর্ডেও নজর আছে তাঁর।

বায়ার্নের জার্সিতে চতুর্থ হ্যাটট্রিকের রাতে দুটি রেকর্ড ভেঙেছেন। প্রথম কোনো খেলোয়াড় হিসেবে এক মৌসুমে অন্তত আট ম্যাচে একাধিক গোল করেছেন। সে সঙ্গে উই সিলারের পর বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে ৩০ গোল করার কীর্তিও হয়ে গেল তাঁর।

ম্যাচের পর ম্যাচ বল নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কেইন, সঙ্গে বার্তাও দিয়েছেন, ‘আরও অনেক কিছুই বাকি।’ ২৫ ম্যাচে ৩০ গোল করা কেইনের পক্ষে বাকি ৯ ম্যাচে লেভানদফস্কির করা ৪১ গোলের রেকর্ড ভাঙার ভালো সম্ভাবনা আছে।

কোচ টমাস টুখেল অন্তত আস্থা রাখছেন শিষ্যের ওপর, ‘ও যেকোনো কিছুই করতে পারে। ওর দারুণ ব্যক্তিত্ব আছে, দারুণ আদর্শ। উঁচু মানের খেলোয়াড়। ওকে অনুশীলন করাতে পেরে আমি আনন্দিত।’