ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতে নির্বাচন কমিশনারের পদত্যাগ, কংগ্রেসের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ৪২৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে হঠাৎ পদত্যাগ করেছেন ভারতের নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। এতে করে হঠাৎ বেশ বড় ধাক্কার সম্মুখীন হয়েছে প্রতিবেশী এই দেশটির নির্বাচন কমিশন। শনিবার (৯ মার্চ) তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস।

তার পদত্যাগে সৃষ্টি হয়েছে আলোড়নের। তবে হঠাৎ কেনই বা তিনি এখন পদত্যাগ করলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার কয়েক দিন আগে গোয়েল পদত্যাগ করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) তিন সদস্যের কমিশনার বেঞ্চের মধ্যে গত মাসে একজন অবসরে যান। ফলে এখন শুধু প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমারই নির্বাচন সামলানোর দায়িত্বে আছেন।

পদত্যাগপত্র ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠিয়ে দিয়েছেন অরুন। তা গৃহীতও হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অরুন। তারা আরও বলেন, পদত্যাগ না করতে তাকে রাজি করানোর চেষ্টা করেছিল সরকার। তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি।

অরুন ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (আইএএস) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২২ সালের ১৮ নভেম্বর স্বেচ্ছায় অবসরে যান। একদিন পরই তাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন তাঁকে এভাবে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট।

অরুন ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে পারতেন। প্রধান বিচারপতি হিসেবে রাজিব কুমারের স্থলাভিষিক্ত হতে পারতেন তিনি। আগামী বছরই রাজিব কুমারের মেয়াদ শেষ হতে যাচ্ছে।

কংগ্রেস নেতা কে সি ভেনুগোপাল নির্বাচন কমিশনারের পদত্যাগকে খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, নির্বাচন কমিশন কীভাবে কাজ করে আসছে, সেটার কোনো ধরনের স্বচ্ছতা নেই।

নিউজটি শেয়ার করুন

ভারতে নির্বাচন কমিশনারের পদত্যাগ, কংগ্রেসের উদ্বেগ

আপডেট সময় : ০২:১৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে হঠাৎ পদত্যাগ করেছেন ভারতের নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। এতে করে হঠাৎ বেশ বড় ধাক্কার সম্মুখীন হয়েছে প্রতিবেশী এই দেশটির নির্বাচন কমিশন। শনিবার (৯ মার্চ) তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস।

তার পদত্যাগে সৃষ্টি হয়েছে আলোড়নের। তবে হঠাৎ কেনই বা তিনি এখন পদত্যাগ করলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার কয়েক দিন আগে গোয়েল পদত্যাগ করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) তিন সদস্যের কমিশনার বেঞ্চের মধ্যে গত মাসে একজন অবসরে যান। ফলে এখন শুধু প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমারই নির্বাচন সামলানোর দায়িত্বে আছেন।

পদত্যাগপত্র ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠিয়ে দিয়েছেন অরুন। তা গৃহীতও হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অরুন। তারা আরও বলেন, পদত্যাগ না করতে তাকে রাজি করানোর চেষ্টা করেছিল সরকার। তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি।

অরুন ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (আইএএস) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২২ সালের ১৮ নভেম্বর স্বেচ্ছায় অবসরে যান। একদিন পরই তাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন তাঁকে এভাবে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট।

অরুন ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে পারতেন। প্রধান বিচারপতি হিসেবে রাজিব কুমারের স্থলাভিষিক্ত হতে পারতেন তিনি। আগামী বছরই রাজিব কুমারের মেয়াদ শেষ হতে যাচ্ছে।

কংগ্রেস নেতা কে সি ভেনুগোপাল নির্বাচন কমিশনারের পদত্যাগকে খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, নির্বাচন কমিশন কীভাবে কাজ করে আসছে, সেটার কোনো ধরনের স্বচ্ছতা নেই।