গাজায় আবারও সহায়তা দেবে সুইডেন ও কানাডা
- আপডেট সময় : ০১:১৬:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ৪০৮ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় জাতিসংঘ পরিচালিত শরণার্থী সংস্থা-ইউএনআরডব্লিউএ কে আবারও সহায়তা দেয়া শুরু করবে সুইডেন ও কানাডা। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে সুইডেন।
এক বিবৃতিতে সুইডেন সরকার জানিয়েছে, ইউএনআরডব্লিউএ তাদের ব্যয় নিয়ন্ত্রণ ও কর্মীদের বিষয়ে তদন্তে রাজি হওয়ার পর, সংস্থাটিকে প্রাথমিকভাবে ১৯ মিলিয়ন ডলার দেয়া হবে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ২০২৪ সালে মোট ৩৮ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে সুইডেন সরকার।
এর আগে, কর্মীদের বিষয়ে তদন্তে রাজি হওয়ার পর, শুক্রবার ইউএনআরডব্লিউএকে আবারও সহায়তা দেয়ার ঘোষণা দেয় কানাডা। এক বিবৃতিতে কানাডার আন্তর্জাতিক ত্রাণবিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন বলেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জরুরী প্রয়োজনে সাড়া দেয়ার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফিলিস্তিনিদের সাহায্যে ইউএনআরডব্লিউএ এর তহবিলে অন্তত ৫০ মিলিয়ন ইউরো ছাড়ের ঘোষণা দেয় ইউরোপীয় কমিশন।
গাজায় কাজ করা জাতিসংঘের সবচেয়ে বড় সংস্থা ইউএনআরডব্লিউএ। সেখানে সংস্থাটি মানবিক সহায়তা ছাড়াও স্বাস্থ্য ও শিক্ষা খাতেও সাহায্য করে আসছে। সংস্থাটির অন্তত ১৩ হাজার কর্মী গাজায় কাজ করে।সংস্থাটিতে তহবিল বন্ধ করার পর আবারও তা চালু করতে যাওয়া প্রথম আন্তর্জাতিক দাতা দেশগুলোর একটি কানাডা। সংস্থাটিতে তহবিল দিয়ে আসা চতুর্থ দেশ সুইডেন আর ১১তম দেশ কানাডা।
গত অক্টোবর মাসে ইসরাইলে হামলা চালায় হামাস। এর পরই গাজায় অভিযান চালানো শুরু করে ইসরাইল। হামাসের হামলার সাথে ইউএনআরডব্লিউএ-এর ১২ কর্মী জড়িত, ইসরাইলের এমন অভিযোগের পর এক এক করে ১৬টি দেশ সংস্থাটিতে তাদের তহবিল বন্ধ করে দেয়।