ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘সাধারণ মানুষের ভাষা বোঝে না বলেই বিএনপি জনবিচ্ছিন্ন’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ৪৬৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সাধারণ মানুষের ভাষা বোঝে না। এজন্য ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দলটি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

গতকাল অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলতেই ডাকা হয়েছিলো এই সংবাদ সম্মেলন। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “সরকার স্থানীয় সরকার নির্বাচনে কোন হস্তক্ষেপ করেনি। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। এক কথায় অবাধ ও সুষ্ঠু হয়েছে নির্বাচন। যে কারণে অনেক জায়গায় বিএনপি নেতারা অংশ নিয়ে বিজয়ীও হয়েছে।”

ওবায়দুল কাদের বলেন, এখন আর বিএনপির মুখে নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে কোন কথা বলার যৌক্তিকতা থাকেনা। তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনীতির বাস্তবতার সাথে বিএনপির যোগাযোগ নেই। যেকারণে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি।

গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, “প্রমাণ হয়েছে শেখ হাসিনার হাতেই গণতন্ত্র নিরাপদ। উন্নয়ন ও সমৃদ্ধি শেখ হাসিনার নেতৃত্বেই হবে।”

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় নির্বাচনের পরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। একসঙ্গে কাজ করার কথা বলেছেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মান নিয়ে প্রশ্ন থাকলে অন্যান্য দেশ প্রশংসাসূচক কথা বলতো না। তিনি মন্তব্য করেন, বাংলাদেশের বাস্তবতায় জাতীয় নির্বাচনের মানদণ্ড ঠিক আছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সায়েম খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

‘সাধারণ মানুষের ভাষা বোঝে না বলেই বিএনপি জনবিচ্ছিন্ন’

আপডেট সময় : ০২:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সাধারণ মানুষের ভাষা বোঝে না। এজন্য ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দলটি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

গতকাল অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলতেই ডাকা হয়েছিলো এই সংবাদ সম্মেলন। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “সরকার স্থানীয় সরকার নির্বাচনে কোন হস্তক্ষেপ করেনি। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। এক কথায় অবাধ ও সুষ্ঠু হয়েছে নির্বাচন। যে কারণে অনেক জায়গায় বিএনপি নেতারা অংশ নিয়ে বিজয়ীও হয়েছে।”

ওবায়দুল কাদের বলেন, এখন আর বিএনপির মুখে নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে কোন কথা বলার যৌক্তিকতা থাকেনা। তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনীতির বাস্তবতার সাথে বিএনপির যোগাযোগ নেই। যেকারণে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি।

গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, “প্রমাণ হয়েছে শেখ হাসিনার হাতেই গণতন্ত্র নিরাপদ। উন্নয়ন ও সমৃদ্ধি শেখ হাসিনার নেতৃত্বেই হবে।”

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় নির্বাচনের পরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। একসঙ্গে কাজ করার কথা বলেছেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মান নিয়ে প্রশ্ন থাকলে অন্যান্য দেশ প্রশংসাসূচক কথা বলতো না। তিনি মন্তব্য করেন, বাংলাদেশের বাস্তবতায় জাতীয় নির্বাচনের মানদণ্ড ঠিক আছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সায়েম খান প্রমুখ।