০৩:৩০ অপরাহ্ন, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলকে বোমা দিয়ে গাজায় ত্রাণ ফেলছে আমেরিকা

আমেরিকা একদিকে গাজায় হামলাকারী ইসরায়েলকে বোমা সরবরাহ করছে। অন্যদিকে দেশটি ত্রাণ সহায়তার জন্য গাজায় খাদ্য ফেলছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের এমন বিপরীতমুখী অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

৫ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজা। শুধু হামলা নয়, গাজায় ত্রাণ সরবরাহেও বাধা দিচ্ছে ইসরায়েল। অনাহার, অপুষ্টি, পানিশূণ্যতায় মরতে বসেছে ফিলিস্তিনিরা।

এ পরিস্থিতিতে আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলছে আমেরিকা। যা সংগ্রহ করতে গিয়ে মারাও গেছেন কয়েকজন। মানবিক সাহায্য পাঠাতে অস্থায়ী বন্দর চালুর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে একই সময়ে গাজায় হামলা চালাতে ইসরায়েলি বাহিনীকে শর্তহীনভাবে অস্ত্র সরবরাহ চালিয়ে যাচ্ছেন বাইডেন। বাইডেনের এই বিপরীতমুখী অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারসাম্যহীন মধ্যপ্রাচ্য যুদ্ধে ভারসাম্য খুঁজছেন বাইডেন।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না বলেন, আপনি একই সময়ে গাজায় খাদ্য সরবরাহ এবং সেই ত্রাণের ট্রাকে আবার বোমা ফেলতে ইসরায়েলকে সহায়তা এবং অস্ত্র দেওয়ার নীতি রাখতে পারেন না। এটি সাংঘর্ষিক।

নিউইয়র্ক টাইমস বলছে, আকাশ থেকে যুক্তরাষ্ট্রের ত্রাণ ফেলা বিপজ্জনক। প্রয়োজনের তুলনায় এ সরবরাহ খুবই সামান্য।

বিশ্লেষকেরা বলছেন, গাজায় যুদ্ধবিরতির দাবি গোটা বিশ্বের। তবে সেটি না করে ত্রাণ সরবরাহের মাধ্যমে দৃষ্টি সরানোর চেষ্টা করছেন বাইডেন।

ইসরায়েলকে বোমা দিয়ে গাজায় ত্রাণ ফেলছে আমেরিকা

আপডেট : ১১:১৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

আমেরিকা একদিকে গাজায় হামলাকারী ইসরায়েলকে বোমা সরবরাহ করছে। অন্যদিকে দেশটি ত্রাণ সহায়তার জন্য গাজায় খাদ্য ফেলছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের এমন বিপরীতমুখী অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

৫ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজা। শুধু হামলা নয়, গাজায় ত্রাণ সরবরাহেও বাধা দিচ্ছে ইসরায়েল। অনাহার, অপুষ্টি, পানিশূণ্যতায় মরতে বসেছে ফিলিস্তিনিরা।

এ পরিস্থিতিতে আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলছে আমেরিকা। যা সংগ্রহ করতে গিয়ে মারাও গেছেন কয়েকজন। মানবিক সাহায্য পাঠাতে অস্থায়ী বন্দর চালুর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে একই সময়ে গাজায় হামলা চালাতে ইসরায়েলি বাহিনীকে শর্তহীনভাবে অস্ত্র সরবরাহ চালিয়ে যাচ্ছেন বাইডেন। বাইডেনের এই বিপরীতমুখী অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারসাম্যহীন মধ্যপ্রাচ্য যুদ্ধে ভারসাম্য খুঁজছেন বাইডেন।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না বলেন, আপনি একই সময়ে গাজায় খাদ্য সরবরাহ এবং সেই ত্রাণের ট্রাকে আবার বোমা ফেলতে ইসরায়েলকে সহায়তা এবং অস্ত্র দেওয়ার নীতি রাখতে পারেন না। এটি সাংঘর্ষিক।

নিউইয়র্ক টাইমস বলছে, আকাশ থেকে যুক্তরাষ্ট্রের ত্রাণ ফেলা বিপজ্জনক। প্রয়োজনের তুলনায় এ সরবরাহ খুবই সামান্য।

বিশ্লেষকেরা বলছেন, গাজায় যুদ্ধবিরতির দাবি গোটা বিশ্বের। তবে সেটি না করে ত্রাণ সরবরাহের মাধ্যমে দৃষ্টি সরানোর চেষ্টা করছেন বাইডেন।