০৫:২৬ অপরাহ্ন, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অস্কারে যাওয়ার রাস্তায় ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট : ১০:৫৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • ৪৫ দেখেছেন

আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয়েছে ৯৬তম অস্কার আয়োজন। এটি শুরু আগ মুহূর্তে থিয়েটার থেকে এক মাইল দূরে সিনেরমা ডোমের রাস্তায় বিক্ষোভ করছে শত শত মানুষ। ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধ করতে চলছে তাদের এই কর্মসূচি।

বিক্ষোভকারীরা হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন। তাদের দাবি, ভয়াবহ এ যুদ্ধ চোখ বন্ধ করে এড়িয়ে যেতে পারেন না সেলিব্রেটিরা।

এ সময় বেশ সতর্ক অবস্থানে দেখা গেছে লস অ্যাঞ্জেলেসে পুলিশকে। একটি হেলিকপ্টারে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে তারা।

অ্যানথনি ব্রাইসন নামের এক বিক্ষোভকারী বলেন, ‌‘গাজায় কী চলছে, তা সবার জানা দরকার। আমরা যতটা সম্ভব তা তুলে ধরার চেষ্টা করছি।’

এদিকে অস্কার ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে আয়োজকরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান যাতে কোনোরকম প্রতিবাদ বা প্রতিরোধের কারণে বিঘ্নিত না হয়, সে দিকে নজর রাখা হচ্ছে ৷

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসে কর্মরত একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা গাজা বিরোধী যুদ্ধের বিষয়ে কথা বলার সময় বলেন, ‘আমরা বিক্ষোভকারীদের সম্পর্কে ভালোভাবে সচেতন, আমাদের কাছে অনেক ব্যাক-আপ রয়েছে যা আমরা প্রয়োজনে দ্রুত সক্রিয় করতে পারি।’

অন্যদিকে রেড কার্পেট শেষে ডলবি থিয়েটারে শুরু হয়েছে অস্কারের পুরস্কার বিতরণী। শিগগিরই জানা যাবে সেরাদের কথা।

অস্কারে যাওয়ার রাস্তায় ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ

আপডেট : ১০:৫৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয়েছে ৯৬তম অস্কার আয়োজন। এটি শুরু আগ মুহূর্তে থিয়েটার থেকে এক মাইল দূরে সিনেরমা ডোমের রাস্তায় বিক্ষোভ করছে শত শত মানুষ। ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধ করতে চলছে তাদের এই কর্মসূচি।

বিক্ষোভকারীরা হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন। তাদের দাবি, ভয়াবহ এ যুদ্ধ চোখ বন্ধ করে এড়িয়ে যেতে পারেন না সেলিব্রেটিরা।

এ সময় বেশ সতর্ক অবস্থানে দেখা গেছে লস অ্যাঞ্জেলেসে পুলিশকে। একটি হেলিকপ্টারে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে তারা।

অ্যানথনি ব্রাইসন নামের এক বিক্ষোভকারী বলেন, ‌‘গাজায় কী চলছে, তা সবার জানা দরকার। আমরা যতটা সম্ভব তা তুলে ধরার চেষ্টা করছি।’

এদিকে অস্কার ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে আয়োজকরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান যাতে কোনোরকম প্রতিবাদ বা প্রতিরোধের কারণে বিঘ্নিত না হয়, সে দিকে নজর রাখা হচ্ছে ৷

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসে কর্মরত একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা গাজা বিরোধী যুদ্ধের বিষয়ে কথা বলার সময় বলেন, ‘আমরা বিক্ষোভকারীদের সম্পর্কে ভালোভাবে সচেতন, আমাদের কাছে অনেক ব্যাক-আপ রয়েছে যা আমরা প্রয়োজনে দ্রুত সক্রিয় করতে পারি।’

অন্যদিকে রেড কার্পেট শেষে ডলবি থিয়েটারে শুরু হয়েছে অস্কারের পুরস্কার বিতরণী। শিগগিরই জানা যাবে সেরাদের কথা।