সৌদিতে আজ বাংলাদেশে কাল প্রথম রমজান
- আপডেট সময় : ০১:৩৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ৪২৫ বার পড়া হয়েছে
গতকাল রোববার সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে রোজা এবং গতকাল রাত থেকে তারাবির নামাজ শুরু হয় বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সাধারণত সৌদিতে রমজান মাস শুরুর পরদিন বাংলাদেশে পবিত্র এই মাস শুরু হয়। আজ সোমবার (১১ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক।
এদিকে, প্রথম রমজানের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই। দেশগুলো জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) পবিত্র রমজান মাসের প্রথম তারিখ। ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া প্রায়ই বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি।
এতে জানানো হয়, অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমাম, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, কাউন্সিল অব ফতোয়া এবং শরিয়া আরবিট্রেশনের সহযোগিতায় দেশটির গ্র্যান্ড মুফতি জানিয়েছে, আজ সোমবার (১১ মার্চ) শাবান মাস শেষ হবে। ফলে মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম দিন।
ব্রুনেইতে চাঁদ দেখা না যাওয়ার কারণে আগামীকাল মঙ্গলবার রমজান মাস শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। মালয়েশিয়ায়ও চাঁদের দেখা না পাওয়ার কারণে মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে। ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ও ঘোষণা দিয়েছে, সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ, আগামীকাল মঙ্গলবার রমজান মাসের প্রথম দিন।
এদিকে, সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে শুরু হবে মহিমান্বিত রমজান মাস। সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের চাঁদপুর, নোয়াখালী ও ফরিদপুরের বিভিন্ন গ্রামেও আজ থেকে রোজা শুরু হয়েছে। রোববার রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন এসব গ্রামের বাসিন্দারা।
কথিত আছে, প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ১৯২৮ সালে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের নিয়ম চালু করেন সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক (রা:)। তার অনুসারীরা প্রথম চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখা ও ঈদ উদযাপন করে থাকেন। সেই থেকে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে রোজা রাখেন।