০৫:২১ পূর্বাহ্ন, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর হামলা, নিহত ৭

গাজা শহরের দক্ষিণে কুয়েত গোলচত্বরে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ৭ জন নিহত হয়েছে।

হামলায় আহত ২০ জনেরও বেশি মানুষকে আল-শিফা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছে, উত্তর গাজার আল-শিফা হাসপাতালে কিছু খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, উত্তর গাজার ২ হাজার চিকিৎসাকর্মী দুর্ভিক্ষের মুখোমুখি।

আর দক্ষিণে রাফা শহরে অল্প পরিমাণ ত্রাণ সহায়তার ট্রাক প্রবেশ করছে।

এদিকে, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতার আরও দুই শিশু মারা গেছে। অপুষ্টির শিকার হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

এখন পর্যন্ত গাজায় ইসরাইলের বর্বর হামলায় ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজায় ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর হামলা, নিহত ৭

আপডেট : ০১:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

গাজা শহরের দক্ষিণে কুয়েত গোলচত্বরে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ৭ জন নিহত হয়েছে।

হামলায় আহত ২০ জনেরও বেশি মানুষকে আল-শিফা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছে, উত্তর গাজার আল-শিফা হাসপাতালে কিছু খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, উত্তর গাজার ২ হাজার চিকিৎসাকর্মী দুর্ভিক্ষের মুখোমুখি।

আর দক্ষিণে রাফা শহরে অল্প পরিমাণ ত্রাণ সহায়তার ট্রাক প্রবেশ করছে।

এদিকে, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতার আরও দুই শিশু মারা গেছে। অপুষ্টির শিকার হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

এখন পর্যন্ত গাজায় ইসরাইলের বর্বর হামলায় ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।