ভারতের সাথে বন্ধুত্ব আজীবন থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ৪০৯ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মুক্তিযুদ্ধে ভারত পাশে না দাঁড়ালে পরিস্থিতি অন্যরকম হতে পারতো। শুধু তাই নয় তারা এক কোটি বাংলাদেশিকে মুক্তিযুদ্ধের সময় আশ্রয় দিয়েছিল। তাই ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আজীবন থাকবে।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের ৫২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী জানান, বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান হলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ভারতীয় সামরিক বাহিনীকে দেশ থেকে প্রত্যাহার করার ব্যবস্থা করা। বঙ্গবন্ধু ছাড়া এ কাজ আর কারো পক্ষে সম্ভব ছিলো না বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান।
তিনি বলেন, বিশ্বের ইতিহাসে এভাবে এত দ্রুত একটি দেশ থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের ঘটনা বিরল। সেমিনারে দেয়া বক্তব্যে দুদেশের সম্পর্ক উন্নয়নে সবসময় কাজ করার প্রতিশ্রুতি দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।