ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সংশোধিত এডিপির আকার দাঁড়ালো ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / ৪১২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) কমেছে ১৮ হাজার কোটি টাকা। প্রতিবারের মতো এবারও মন্ত্রণালয়ের বরাদ্দ পাওয়া অর্থ ব্যয় করতে না পারায় কাটছাঁট করতে হয় সংশোধিত এডিপি। এডিপি কাটছাঁটের ফলে আরএডিপির আকার দাঁড়ালো ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (১২ মার্চ) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কমিশন সূত্র জানায়, সব মন্ত্রণালয় সময় মতো বরাদ্দ করা অর্থ খরচ করতে পারছে না। ফলে এডিপির বাস্তবায়নে প্রত্যেকবারই ব্যয় কমানো হচ্ছে। মোট সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) সর্বোচ্চ ২৫ দশমিক ৮২ শতাংশ বরাদ্দ দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে। যা টাকার অঙ্কে ৬৩ হাজার ২৬৩ কোটি ৩১ লাখ টাকা। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ খাতে ১৫ দশমিক ৪৭ শতাংশ। যা টাকার অঙ্কে ৩৭ হাজার ৮৯৬ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন জানায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন কমছে সাড়ে ৭ হাজার কোটি টাকা। এডিপিতে নিজস্ব অর্থায়ন ছিল ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা। যা কমে হচ্ছে ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা। এছাড়া বিদেশি সহায়তা থেকে বরাদ্দ কমছে সাড়ে ১০ হাজার কোটি টাকা। এতে সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়াবে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা।

পরে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম।

সভায় প্রধানমন্ত্রী তার অনুশাসনে অল্প বরাদ্দে দ্রুত সুফল পাওয়া যাবে এমন প্রকল্পের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

এডিপিতে নতুন করে যুক্ত হয়েছে আরও ১৪৮টি প্রকল্প। ২০২৩-২৪ অর্থবছরের সব মিলিয়ে প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৮টি।

ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ কমেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সক্ষমতার অভাবেই বরাদ্দ কমাতে হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ প্রতিকূল থাকার কারণে এডিপি বাস্তবায়নের হার কম।’

নিউজটি শেয়ার করুন

সংশোধিত এডিপির আকার দাঁড়ালো ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা

আপডেট সময় : ০২:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) কমেছে ১৮ হাজার কোটি টাকা। প্রতিবারের মতো এবারও মন্ত্রণালয়ের বরাদ্দ পাওয়া অর্থ ব্যয় করতে না পারায় কাটছাঁট করতে হয় সংশোধিত এডিপি। এডিপি কাটছাঁটের ফলে আরএডিপির আকার দাঁড়ালো ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (১২ মার্চ) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কমিশন সূত্র জানায়, সব মন্ত্রণালয় সময় মতো বরাদ্দ করা অর্থ খরচ করতে পারছে না। ফলে এডিপির বাস্তবায়নে প্রত্যেকবারই ব্যয় কমানো হচ্ছে। মোট সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) সর্বোচ্চ ২৫ দশমিক ৮২ শতাংশ বরাদ্দ দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে। যা টাকার অঙ্কে ৬৩ হাজার ২৬৩ কোটি ৩১ লাখ টাকা। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ খাতে ১৫ দশমিক ৪৭ শতাংশ। যা টাকার অঙ্কে ৩৭ হাজার ৮৯৬ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন জানায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন কমছে সাড়ে ৭ হাজার কোটি টাকা। এডিপিতে নিজস্ব অর্থায়ন ছিল ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা। যা কমে হচ্ছে ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা। এছাড়া বিদেশি সহায়তা থেকে বরাদ্দ কমছে সাড়ে ১০ হাজার কোটি টাকা। এতে সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়াবে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা।

পরে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম।

সভায় প্রধানমন্ত্রী তার অনুশাসনে অল্প বরাদ্দে দ্রুত সুফল পাওয়া যাবে এমন প্রকল্পের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

এডিপিতে নতুন করে যুক্ত হয়েছে আরও ১৪৮টি প্রকল্প। ২০২৩-২৪ অর্থবছরের সব মিলিয়ে প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৮টি।

ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ কমেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সক্ষমতার অভাবেই বরাদ্দ কমাতে হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ প্রতিকূল থাকার কারণে এডিপি বাস্তবায়নের হার কম।’