ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকারের পায়ের নিচে মাটি নেই: ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / ৪০৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের পায়ের নিচে মাটি নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার দুপুরে সদ্য মুক্তি পাওয়া যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার খোঁজ-খবর নিতে তার বাসায় শুভেচ্ছা বিনিমিয় শেষে এসব কথা বলেন তিনি।

সদ্য কারামুক্ত জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও তার পরিবারের খোঁজ-খবর নিতে তার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান। এ সময় মঈন খান বলেন, বিগত ৩টি নির্বাচনই ছিল ভুয়া ও জালিয়াতির।

সরকার যদি স্বাধীনতার পক্ষের হয়, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের আস্থা রাখতে হবে। ২৪ ঘণ্টাই সরকার কেনো বিএনপির সমালোচনা করে, তাদের কিসের এতো ভয়? প্রশ্ন রাখেন মঈন খান।

মঈন খান বলেন, বিএনপি কোনো মধ্যবর্তী নির্বাচন কিংবা নতুন নির্বাচনের দাবি করে নাই। দাবি করেছে যে, নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। আমরা সেটা ৭ই জানুয়ারি আগে করেছি, ২০১৪ এবং ১৮ সালেও করেছি। সরকার জানে, তাদের পায়ের নিচে মাটি নেই। বিগত ৩টি নির্বাচনই ভুয়া ও জালিয়াতির ছিল।

তিনি বলেন, সরকার যদি স্বাধীনতার পক্ষের হয়, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে আস্থা রাখতে হবে। সরকার ভয় পেয়ে আত্মতুষ্টিতে ভোগার বদলে বিএনপির সমালোচনা করছে। গত ৭ই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রতি জনগণের অনাস্থা প্রকাশ পেয়েছে।

এসময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ওমর ফারুক মুন্না সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সরকারের পায়ের নিচে মাটি নেই: ড. মঈন খান

আপডেট সময় : ০৮:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

সরকারের পায়ের নিচে মাটি নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার দুপুরে সদ্য মুক্তি পাওয়া যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার খোঁজ-খবর নিতে তার বাসায় শুভেচ্ছা বিনিমিয় শেষে এসব কথা বলেন তিনি।

সদ্য কারামুক্ত জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও তার পরিবারের খোঁজ-খবর নিতে তার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান। এ সময় মঈন খান বলেন, বিগত ৩টি নির্বাচনই ছিল ভুয়া ও জালিয়াতির।

সরকার যদি স্বাধীনতার পক্ষের হয়, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের আস্থা রাখতে হবে। ২৪ ঘণ্টাই সরকার কেনো বিএনপির সমালোচনা করে, তাদের কিসের এতো ভয়? প্রশ্ন রাখেন মঈন খান।

মঈন খান বলেন, বিএনপি কোনো মধ্যবর্তী নির্বাচন কিংবা নতুন নির্বাচনের দাবি করে নাই। দাবি করেছে যে, নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। আমরা সেটা ৭ই জানুয়ারি আগে করেছি, ২০১৪ এবং ১৮ সালেও করেছি। সরকার জানে, তাদের পায়ের নিচে মাটি নেই। বিগত ৩টি নির্বাচনই ভুয়া ও জালিয়াতির ছিল।

তিনি বলেন, সরকার যদি স্বাধীনতার পক্ষের হয়, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে আস্থা রাখতে হবে। সরকার ভয় পেয়ে আত্মতুষ্টিতে ভোগার বদলে বিএনপির সমালোচনা করছে। গত ৭ই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রতি জনগণের অনাস্থা প্রকাশ পেয়েছে।

এসময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ওমর ফারুক মুন্না সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।