ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় ত্রাণ প্রত্যাশীদের ওপর আবারও গুলি, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / ৪০৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ প্রত্যাশীদের ওপর আবারও গুলি চালানোর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে একটি ত্রাণ বিতরণ পয়েন্টে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। এ ঘটনায় অন্তত ১১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর পাঁচ মাসে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ৩১ হাজার ১৮৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছন ৭২ হাজারের বেশি।

জাতিসংঘের তথ্যমতে, হতাহতের অধিকাংশই নারী ও শিশু। রমজানের প্রথম দিনে তেল আবিবের বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ৮২ জন। এছাড়া সেখানে অপুষ্টি এবং পানিশূন্যতার মধ্যে প্রতি মাসে গড়ে প্রায় ৫ গর্ভবতী নারী সন্তান প্রসব করছেন। অন্তত ৬০ হাজারের বেশি গর্ভবতী নারী ক্ষুধা এবং পানিশূন্যতায় ভুগছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, গাজায় এভাবে অভুক্ত থেকে মানুষ মরতে দেওয়া যায় না। সেখানে পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি নাটকীয়, বর্তমানে এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। খবর আল জাজিরা’র।

নিউজটি শেয়ার করুন

গাজায় ত্রাণ প্রত্যাশীদের ওপর আবারও গুলি, নিহত ১১

আপডেট সময় : ০২:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ প্রত্যাশীদের ওপর আবারও গুলি চালানোর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে একটি ত্রাণ বিতরণ পয়েন্টে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। এ ঘটনায় অন্তত ১১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর পাঁচ মাসে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ৩১ হাজার ১৮৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছন ৭২ হাজারের বেশি।

জাতিসংঘের তথ্যমতে, হতাহতের অধিকাংশই নারী ও শিশু। রমজানের প্রথম দিনে তেল আবিবের বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ৮২ জন। এছাড়া সেখানে অপুষ্টি এবং পানিশূন্যতার মধ্যে প্রতি মাসে গড়ে প্রায় ৫ গর্ভবতী নারী সন্তান প্রসব করছেন। অন্তত ৬০ হাজারের বেশি গর্ভবতী নারী ক্ষুধা এবং পানিশূন্যতায় ভুগছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, গাজায় এভাবে অভুক্ত থেকে মানুষ মরতে দেওয়া যায় না। সেখানে পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি নাটকীয়, বর্তমানে এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। খবর আল জাজিরা’র।