রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫
- আপডেট সময় : ০২:৪০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / ৪১০ বার পড়া হয়েছে
রাশিয়ার ইভানোভো অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৮ জন ক্রুসহ ১৫ আরোহী নিহত হয়েছে। ইঞ্জিনের ত্র“টির কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়েল বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার উড্ডয়নের কিছুক্ষণ পরই তাদের ইলিউশিন আইএল-৭৬ সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়। উড়োজাহাজটির একটি ইঞ্জিনে আগুন লাগার পর সেটি বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ইঞ্জিনে আগুন জ্বলছে এবং সেটির মাথা নিচের দিকে দিয়ে মাটিতে পড়ছে। উড়োজাহাজটি আছড়ে পড়ার সময় ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একটি ইলিউশিন আইএল-৭৬ সামরিক কার্গো উড়োজাহাজ মঙ্গলবার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটির একটি ইঞ্জিনে আগুন লাগার পর সেটি বিধ্বস্ত হয়। এত উড়োজাহাজে থাকা আট ক্রুসহ ১৫ আরোহীর সবাই মারা গেছে।