মিয়ানমারের নাগরিকদের চীনে প্রবেশে বিধিনিষেধ আরোপ
- আপডেট সময় : ০২:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / ৪১০ বার পড়া হয়েছে
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্য থেকে নাগরিকদের চীনে প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বেইজিং। অন্যান্য রাজ্যের অভিবাসী শ্রমিকদের ক্ষেত্রেও সীমান্ত পাড়ি দিতে প্রয়োজন হচ্ছে চীনা সরকারের স্বাস্থ্য ও শ্রম সনদ।
চীনের ইউনান প্রদেশর রুইলি এবং এর আশপাশের এলাকায় কারখানায় এবং কৃষিক্ষেত্রে শ্রমিক হিসেবে কাজ করে বিপুল সংখ্যক মিয়ানমারের নাগরিক। অস্থায়ী অভিবাসী সনদের মাধ্যমইে সীমান্ত পাড়ি দিতে পারে তারা। সংখ্যায় শান রাজ্যের অভিবাসীর সংখ্যাই বেশি। তবে সম্প্রতি রাজ্যের বৃহৎ একটি বিদ্রোহী গোষ্ঠীদের নিয়ন্ত্রণে থাকায় অস্থায়ী সনদ প্রদানে কড়াকড়ি আরোপ করেছে বেইজিং।
বর্তমানে স্বাস্থ্য পরীক্ষা ও মাদক সেবন না করার সনদ প্রাপ্তির পরও আরও কিছু প্রক্রিয়া সম্পন্নের পরই মিলছে চীন সীমান্ত পাড়ি দেয়ার নিশ্চয়তা। যারা এরইমধ্যে চীনের ইউনান প্রদেশে অবস্থান করছে তাদের ক্ষেত্রেও একই বিধিনিষেধ বলে জানিয়েছে চীনা প্রশাসন।