ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এমবাপ্পের নামে কাবাব, দিতে হবে আইনি জবাব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ৪০২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিলিয়ান এমবাপ্পের সমর্থক তিনি নন। হাজার হলেও তিনি মার্শেইয়ের সমর্থক আর, এমবাপ্পে খেলেন পিএসজির হয়ে। কিন্তু মহাতারকার ইমেজ কাজে লাগাতে তো আপত্তি নেই। তাই এমবাপ্পের নামের একটা কাবাব এনেছিলেন নিজের দোকানে।

পিএসজি তারকার নাম শুনিয়ে বিক্রি বাড়ানোর ইচ্ছা ছিল তাঁর। কিন্তু ৯ ইউরো ৯০ সেন্ট দামের সে কাবাবের জন্য মামলার ঝামেলায় পড়েছেন তিনি।

আরএমসি স্পোর্ট বলছে মোহামেদ হেননি নামের এক কাবাব দোকানের মালিক ও ইনফ্লুয়েন্সারকে এমবাপ্পের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেন আইনি নোটিশ পাঠিয়েছেন। সে চিঠিতে আইনি ঝামেলা এড়াতে চাইলে কাবাবের নাম বদলানোর জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

এমন চিঠি পেয়ে খেপেছেন হেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে আইনি চিঠিই পোস্ট করেছেন। যাতে লেখা, ‘মিস্টার হেননি স্পষ্টভাবে বাণিজ্যিক ও প্রচারের উদ্দেশ্যে অনুমতি না নিয়ে কিলিয়ান এমবাপ্পের নাম ব্যবহার করছেন।’

এর জবাবে ১৮ লাখ অনুসারীর উদ্দেশ্যে হেননি লিখেছেন, ‘এত বড় তারকার আমাকে নিয়ে ভাবারও সময় আছে! তিনি তার সময় ও অর্থ ব্যবহার করে আমাকে আক্রমণ করছেন। আমি তো কারও ক্ষতি করছি না, আমি তো মজা দেই মানুষকে। আপনার লজ্জা হয় না? কোনো কারণ ছাড়া এভাবে আইনি নোটিশ পাঠাচ্ছেন?’

মেন্যুতে এমবাপ্পে কাবাবের বর্ণনায় লেখা আছে, ‘বেকারি রুটি, এমবাপ্পের মাথার মতো গোল।’ হেননি বলছেন, শুধু এমবাপ্পে নন, এর আগে অন্য ফুটবলারের নামেও তাঁর রেস্তোরাঁ থেকে খাবার আইটেম বিক্রি করেছেন তিনি। সাবেক মার্শেই তারকা দিমিত্রি পায়েতের নামেও একটি খাবার বিক্রি করেন, মশলাদার প্যানকেকের বর্ণনায় লেখা, ‘পায়েতের মতো পরিপূর্ণ।’

হেননির দাবি, এ নিয়ে পায়েত কখনো অভিযোগ করেননি, ‘পায়েতের মানইজ্জত আছে, এমবাপ্পের মাথা পুরো গেছে।’

নিউজটি শেয়ার করুন

এমবাপ্পের নামে কাবাব, দিতে হবে আইনি জবাব

আপডেট সময় : ০১:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

কিলিয়ান এমবাপ্পের সমর্থক তিনি নন। হাজার হলেও তিনি মার্শেইয়ের সমর্থক আর, এমবাপ্পে খেলেন পিএসজির হয়ে। কিন্তু মহাতারকার ইমেজ কাজে লাগাতে তো আপত্তি নেই। তাই এমবাপ্পের নামের একটা কাবাব এনেছিলেন নিজের দোকানে।

পিএসজি তারকার নাম শুনিয়ে বিক্রি বাড়ানোর ইচ্ছা ছিল তাঁর। কিন্তু ৯ ইউরো ৯০ সেন্ট দামের সে কাবাবের জন্য মামলার ঝামেলায় পড়েছেন তিনি।

আরএমসি স্পোর্ট বলছে মোহামেদ হেননি নামের এক কাবাব দোকানের মালিক ও ইনফ্লুয়েন্সারকে এমবাপ্পের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেন আইনি নোটিশ পাঠিয়েছেন। সে চিঠিতে আইনি ঝামেলা এড়াতে চাইলে কাবাবের নাম বদলানোর জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

এমন চিঠি পেয়ে খেপেছেন হেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে আইনি চিঠিই পোস্ট করেছেন। যাতে লেখা, ‘মিস্টার হেননি স্পষ্টভাবে বাণিজ্যিক ও প্রচারের উদ্দেশ্যে অনুমতি না নিয়ে কিলিয়ান এমবাপ্পের নাম ব্যবহার করছেন।’

এর জবাবে ১৮ লাখ অনুসারীর উদ্দেশ্যে হেননি লিখেছেন, ‘এত বড় তারকার আমাকে নিয়ে ভাবারও সময় আছে! তিনি তার সময় ও অর্থ ব্যবহার করে আমাকে আক্রমণ করছেন। আমি তো কারও ক্ষতি করছি না, আমি তো মজা দেই মানুষকে। আপনার লজ্জা হয় না? কোনো কারণ ছাড়া এভাবে আইনি নোটিশ পাঠাচ্ছেন?’

মেন্যুতে এমবাপ্পে কাবাবের বর্ণনায় লেখা আছে, ‘বেকারি রুটি, এমবাপ্পের মাথার মতো গোল।’ হেননি বলছেন, শুধু এমবাপ্পে নন, এর আগে অন্য ফুটবলারের নামেও তাঁর রেস্তোরাঁ থেকে খাবার আইটেম বিক্রি করেছেন তিনি। সাবেক মার্শেই তারকা দিমিত্রি পায়েতের নামেও একটি খাবার বিক্রি করেন, মশলাদার প্যানকেকের বর্ণনায় লেখা, ‘পায়েতের মতো পরিপূর্ণ।’

হেননির দাবি, এ নিয়ে পায়েত কখনো অভিযোগ করেননি, ‘পায়েতের মানইজ্জত আছে, এমবাপ্পের মাথা পুরো গেছে।’